ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

নাটোরে শিশুর আত্মহত্যায় প্ররোচণা মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদন্ড

নাটোরে শিশুর আত্মহত্যায় প্ররোচণা মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদন্ড। প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি : নাটোরে শিশুকে যৌন নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচিত করার দায়ে মোঃ কাজেম আলী ও মোঃ আতিকুর রহমান নামে দুইজনকে ১০ বছর করে কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়েছে।

জরিমানার টাকা শিশুটির বাবাকে দেয়ার জন্যও নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ মামলার রায় দেন। প্রায় ২০ বছর পর এই মামলার রায় ঘোষণা করা হলো।

দন্ডাদেশপ্রাপ্ত কাজেম আলী মাঝদিঘা শিবপুর গ্রামের মোঃ কাদের আলীর ছেলে ও আতিকুর রহমান একই গ্রামের আব্বাস আলীর ছেলে। তারা দুইজনই ওই শিশুটির প্রতিবেশী। নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি এড. আব্দুল কাদের মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, ২০০৫ সালের ১৮ মার্চ সকালে নাটোর সদর উপজেলার মাঝদিঘা শীবপুর গ্রামের ১১ বছর বয়সী শিশু বাড়ির পাশে ভেড়া চড়াতে যায়।

এসময় প্রতিবেশী আতিকুর রহমান ও কাজেম আলী ওই শিশুটিকে যৌন নির্যাতন করে। বিষয়টি প্রতিবেশী এক নারী দেখে ফেলেন। এ ঘটনায় লজ্জায় বাড়ি ফিরে শিশুটি কীটনাশক পানে আত্নহত্যা করে। এ ঘটনায় স্থানীয়রা কাজেম আলীকে আটক করে পুলিশে সোর্পদ করেন।

আরও পড়ুন

পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে কাজেমসহ আতিকুর রহমানের জড়িত থাকার কথা পুলিশকে জানায়। পরে এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জসীট প্রদান করেন।

মামলা দায়েরের প্রায় ২০ বছর পর সাক্ষ্য প্রমাণ শেষে আসামীদের উপস্থিতিতে আদালতের বিচারক এই রায় দেন। রায়ে জরিমানার টাকা শিশুটির বাবাকে দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকট চিলমারী-রৌমারী রুটে এক মাস যাবত ফেরি চলাচল বন্ধ

কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত

চাঁদাবাজির সময় শিক্ষার্থীদের হাতে ধরা, ২ পুলিশ সদস্য বরখাস্ত

বগুড়ার শেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির উপর লেখা জয় বাংলা শ্লোগান

ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার উদ্বোধনের চার বছর পরও চালু হয়নি