পঞ্চগড়ে দ্বিতীয়বারের মত মাঝারি শৈত্যপ্রবাহ
তেঁতুলিয়ায় মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে চলতি শীত মৌসুমে ১০ দিনের মাথায় আবারও মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। যা চলতি শীত মৌসুমে সারাদেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। গত শনিবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গত ১০ ডিসেম্বর তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া অফিসের হিসেবে এটি মাঝারি শৈত্যপ্রবাহ। তবে সকাল থেকে ঝলমলে রোদের কারণে গতকাল রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা আগের দিনের চেয়ে .৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
পঞ্চগড়ে গত চারদিন ধরেই ছিল আকাশ মেঘাচ্ছন্ন। দিনের অনেক সময় সূর্যের দেখা মিললেও রোদের তেজ ছিল না। তবে উত্তরের হিম শীতল বাতাস প্রবাহিত না হওয়ায় শীতের তীব্রতা বেশ কম ছিল। গত শনিবার বিকেল থেকেই প্রবাহিত হতে শুরু করে উত্তরের কনকনে শীতল বাতাস। সেই সাথে সন্ধ্যা হতেই শুরু হয় মাঝারি থেকে ভারি কুয়াশা।
এতে করে তীব্র শীত অনুভূত হতে থাকে। গতকাল রোববার ভারি কুয়াশা ভেদ করে সকাল থেকেই পূর্ণ রূপ নিয়েই উদিত হয় সূর্য। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে রোদের তেজও। কমতে থাকে শীতের দুর্ভোগ। এদিকে তীব্র শীত আটকাতে পারেনি শ্রমজীবী মানুষদের। পেটের তাড়নায় সকালের তীব্র শীতের মধ্যেও কাজে বের হতে হয়েছে তাদের।
আরও পড়ুনতেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষাণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকাল ৯ টায় চলতি শীত মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সে হিসেবে তেঁতুলিয়ার আশপাশের এলাকায় মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।
তবে সারাদিন ঝলমলে রোদ থাকায় বিকেল তিনটায় এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, এই অবস্থা আরও দুইদিন অব্যাহত থাকতে পারে। তবে চলতি মাসের তৃতীয় সপ্তাহের দিকে মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেটি শেষ হলেই ক্রমান্বয়ে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ধীরে ধীরে বিদায় নেবে শীত মৌসুম।
মন্তব্য করুন