ভিডিও মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস ও শিকারের ফাঁদ জব্দ

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস ও শিকারের ফাঁদ জব্দ

সুন্দরবনের জোংড়া এলাকা থেকে ২৫কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছেন বনবিভাগ।

গতকাল রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে জোংড়া টহল ক্যাম্পের পিছনের বনের গহীনে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে জোংড়া টহল ক্যাম্পের পিছনের বনের গহীনে অভিযান চালায় বনপ্রহরীরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা দ্রুত বনের গহীনে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫কেজি হরিণের মাংস জব্দ করেন অভিযানকারীরা। জব্দকৃত হরিণের মাংসের সাথে রয়েছে মাথা, পা ও চামড়া। এছাড়াও জব্দ করা হয় প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যর হরিণ শিকারে ব্যবহৃত ফাঁদ (সুতা/দড়ি)।

আরও পড়ুন

বন কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, এ ঘটনায় কেউকে আটক করা না গেলেও বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, চোরা শিকারীদের সনাক্তে ও আটকে অভিযান চালানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবি সীমান্তে বিজিবি’র বাধায় বিএসএফ’র বেড়া নির্মাণ বন্ধ

নির্বাচনী ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কার প্রস্তাব : বদিউল আলম

আমরা শুধু জিতবো, জিতবো এবং জিতবো : ট্রাম্প

৪০ ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল: সংস্কার কমিশনের প্রধান

পান্থপথে প্রবাসীদের সড়ক অবরোধ

গাজীপুরে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট