মহেশপুর সীমান্তে ভারতীয় মদ জব্দ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৪৯ বোতল ভারতীয় লেভেল লাগানো মদ জব্দ করেছে বিজিবি।
আজ সোমবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার করে তারা।
৫৮ বিজিবি কমান্ডার কর্নেল আজিজুস শাহিদ জানান, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৩১-আর হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের মাঠের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
আরও পড়ুনতিনি আরও জানান, এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
মন্তব্য করুন