ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

বগুড়ার ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির উপর লেখা জয় বাংলা শ্লোগান

বগুড়ার ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির উপর লেখা জয় বাংলা শ্লোগান। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আঁকা গ্রাফিতির ওপর স্থগিত হওয়া জাতীয় স্লোগান জয় বাংলা লিখে রেখেছে কে বা কারা। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে এ চিত্র দেখা গেছে। ধারণা করা হচ্ছে, গতকাল রোববার রাতের কোনো এক সময় এটি ঘটিয়েছে দুর্বৃত্তরা।

গ্রাফিতিগুলো আঁকায় মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থী মুরাদুজ্জামান জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন দেয়ালে প্রতিবাদী এসব চিত্র আঁকা হয়। রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করেছে। এগুলোর ওপর জয় বাংলা স্লোগান লেখা হয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট স্থগিত করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন গ্রাফিতি নষ্ট করল?

স্থানীয় বাসিন্দা আশিক আহমেদ জানান, তারা গ্রাফিতির ওপর জয় বাংলা না লিখে অন্য কোথাও লিখতে পারতেন। কেন আমাদের চেতনার ওপর আঘাত করছেন? যারা এ কাজ করেছেন, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন না, এটা তারই প্রমাণ। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন বোরহান উদ্দিন নামের আরেক শিক্ষার্থী।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ জানান, রাতের অন্ধকারে গোপনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেয়ালে জয় বাংলা লিখেছে। গত ৫ আগস্টে স্বৈরাচার সরকার পতনের পর ছাত্রলীগ নতুন নতুন ষড়যন্ত্র তৈরির চেষ্টা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় প্রায় ৫শ কেজি পলিথিন জব্দ : ১০ হাজার টাকা জরিমানা

ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের শুভেচ্ছা

পল্লবীতে ‘ব্লেড বাবুকে’ কুপিয়ে হত্যা

চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, দুইজনের জেল

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের

সাতক্ষীরায় ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার দুই