বগুড়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, দুইজনের জেল
কোর্ট রিপোর্টার : বগুড়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা আত্মসাতের মামলার রায়ে অভিযুক্ত দুই আসামিকে এক বছরের সশ্রম কারাদন্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন-শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়ার মৃত গোলাম হোসেন মন্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান এবং জালশুকার মাহবুব আলমের স্ত্রী মরিয়ম খাতুন। এই মামলার বীর মুক্তযোদ্ধা আব্দুল মান্নান সরকারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) বগুড়ার সিনিয়র জুডিসিয়াল আদালত নং-১ এর বিচারক আহসান হাবিব এই মামলার রায় দেন।
উল্লেখ্য, বগুড়া শহরের নাটাইপাড়ার মৃত সামছুল বারী তালুকদারের ছেলে মামুনুর রহমান তালুকদারকে বগুড়া জামিল নগরস্থ মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে মাধ্যমিক শাখায় সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে আসামি টাকা গ্রহণ করেন। চাকরি না হলে মামুনুর রহমান তালুকদার তার দেওয়া দুই লাখ ১০ হাজার টাকা ফেরত চাইলে সাজাপ্রাপ্ত আসামিরা বীর মুক্তযোদ্ধা আব্দুল হান্নান এবং মরিয়ম খাতুন ওই টাকা ফেরত প্রদান করতে অস্বীকার ও আত্মসাৎ করেন। এ ব্যাপারে মামুনুর রহমান তালুকদার বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
আরও পড়ুন
মন্তব্য করুন