বেক্সিমকোর ১৬ কারখানা চালুর দাবি, গাজীপুরে শ্রমিকদের গণসমাবেশ
গাজীপুরের চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া কারখানা চালু, ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু ও অন্যান্য বকেয়া পরিশোধের দাবিতে গণসমাবেশ করেছে কর্মহীন শ্রমিকেরা।
আজ মঙ্গলবার (২১জানুয়ারি) বেলা ২টায় গাজীপুর মহানগরীর শ্রীপুর সান সিটির মাঠে ওই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
কারখানার সকল কর্মকর্তা–কর্মচারী–শ্রমিক এবং সর্বস্তরের জনগণের উদ্যোগে শান্তিপূর্ণ এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর এক সপ্তাহ আগে একই দাবিতে শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়কে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বেক্সিমকো কারখানা খোলার দাবিতে শ্রমিকরা বেশ কয়েকজনকে টিম লিডার বানিয়ে তাদের নেতৃত্বে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করেছে। গত কয়েকদিন ধরে গণসমাবেশের লিফলেট ছাপিয়ে বিভিন্ন এলাকায় প্রচার করছে শ্রমিকদের সমবেত হওয়ার জন্য। বেক্সিমকোর ৪২ হাজার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সকল স্তরের জনসাধারণের প্রতি সংহতির আহ্বান জানানো হয়। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল ফ্যাক্টরি খোলা, ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু (Back to Back LC খোলা) এবং অন্যান্য বকেয়া পরিশোধের দাবি জানানো হয়েছে।
আরও পড়ুনকারখানা শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত নতুন নতুন কর্মসূচি অব্যাহত থাকবে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার এ কে জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা তাদের দাবি আদায়ে শান্তি পূর্ণ কর্মসূচি পালন করলে আমাদের কোনো সমস্যা নেই। তারপরও সেখানে শিল্প পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।’
গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধের কারণ হিসেবে সরকার জানায়, কারখানাগুলোতে অর্ডার না থাকা ও ব্যাংকে ঋণখেলাপি থাকায় প্রতিষ্ঠানটির পরিচালনা সম্ভব হচ্ছে না।
মন্তব্য করুন