চরমোনাই পীরের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে চরমোনাই জামিয়া রশীদিয়া আহছানাবাদ মাদরাসা প্রঙ্গণে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এ দুই নেতা।
সাক্ষাৎকালে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আল্লাহ যেনো আমাদের দেশের পক্ষে, ইসলামের পক্ষে, ও মানবতার পক্ষে কাজ করার সুযোগ করে দেন। স্বাধীনতার ৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছিল, তাদের দ্বারা আমাদের জাতির প্রত্যাশা পূরণ হয়নি। আমরা সবাই মিলে পরামর্শভিত্তিক আমাদের এ দেশটাকে ইসলামের ও মানবতার পক্ষে সুন্দর একটি দেশ গড়ে তুলতে চাই।
আরও পড়ুনএসময় জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান বলেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে শতকরা ৯১ ভাগ মানুষ নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাকি যারা আছেন, তারাও এ দেশের মানুষ এবং ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী। আর সবাই মিলিয়েই আমাদের প্রিয় বাংলাদেশ। আমরা আগে থেকেই বলে আসছি ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। সে চেষ্টা আমাদের আগে পরে চলছে এখনও চলছে।
মন্তব্য করুন