রংপুরের পীরগঞ্জে মাচায় টমেটো চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন কৃষক
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জের মাচায় টমেটো চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন কৃষকেরা। বেশি লাভের আশায় মাচায় টমেটো চাষ শুরু করছেন অনেকে। হাইব্রিডসহ নানা জাতের টমেটো চাষ করেছেন কৃষকরা। গাছে গাছে টমেটো ঝুলছে। কয়েকদিনের ভেতরে বাজারজাতে আশাবাদি কৃষকেরা।
উপজেলার রায়পুর ইউনিয়নের নখারপাড়াসহ বিভিন্ন গ্রামের টমেটো চাষিরা জানান, বিগত বছরে মরিচ চাষ করে তাদের লোকসান হয়েছে। তাই এবার মাচায় টমেটো চাষ করেছেন। এবার আবহাওয়া ভালো, গাছে তেমন রোগ নেই। সুতরাং লাভবান হওয়ার আশা করছেন তারা।
উপজেলার কুমারগাড়ী গ্রামের চাষি আলমগীর বলেন, চলতি মৌসুমে ১৫ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন বাহুবলী জাতের ১ হাজার টমেটো চারা রোপণ করেছেন। ভালো দাম পাওয়ার আশায় তার এই টমেটো চাষ। ক্ষেতে ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। চারার বয়স ৮০ দিনের পর গাছে ফল ধরেছে। আশা করছেন এক থেকে দেড় লাখ টাকা বিক্রি করতে পারবেন।
কৃষক আলমগীরের টমেটো চাষ দেখে আগামী বছর এ জাতের টমেটো চাষ করবেন বলে জানান একই গ্রামের কয়েকজন কৃষক। অন্যদিকে অপর চাষি এনামুল হক বলেন, এবার টমেটোর আবাদ অনেকটাই ভালো, লাভবান হওয়া যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
আরও পড়ুনউপজেলার উপ-সহকারী কৃষি অফিসার সুজন মিয়া জানান, মাঠ পর্যায়ে টমেটো চাষে নিরাপদ সবজি উৎপাদনে জৈব বালাই নাশক ব্যবহারের পরামর্শ প্রদান করছি। পাশাপাশি আগাম জাতের সবজি চাষের পরামর্শ দিচ্ছি।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার জানান, কৃষি অফিস থেকে চাষিদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিনামূল্যে বীজ, সার, কীটনাশকসহ নানা কৃষি উপকরণ ও প্রদর্শনী দেওয়া হয়। পাশাপাশি টমেটো চাষের জন্য সব ধরনের পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া চাষিদের আগাম টমেটোসহ বিভিন্ন সবজি চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।
মন্তব্য করুন