ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

খালেদা জিয়ার সার্বিক  চিকিৎসার সর্বশেষ যা জানা গেলো 

খালেদা জিয়ার সার্বিক  চিকিৎসার সর্বশেষ যা জানা গেলো, ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে, বিএনপি চেয়ারপারসনের জন্য যেটি মঙ্গলজনক সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে— এমনটা জানিয়েছেন, তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বলেন, পর্যালোচনা শেষে মেডিকেল বোর্ড আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়েছে।

ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন। সবশেষ পরীক্ষা-নিরীক্ষাগুলোর প্রতিবেদন পর্যালোচনা করেছে তার মেডিকেল বোর্ড। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, আরও দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দুই-একদিনের মধ্যে তাকে দেখবেন।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, খালেদা জিয়াকে এখন ওষুধের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে। এর বাইরে আর কীভাবে তার চিকিৎসা দেয়া সম্ভব সেসব নিয়েও আলোচনা হয়েছে। মেডিকেল বোর্ডের সভায় জন হপকিন্সের মেডিকেল বিশেষজ্ঞরাও অংশ নিয়েছিলেন বলে জানান।

আরও পড়ুন

আগামীর চিকিৎসা পদ্ধতি নিয়ে ডা. জাহিদ বলেন, তার রোগের গভীরতা, বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে সবচেয়ে মঙ্গলজনক চিকিৎসা পদ্ধতিই অনুসরণ করা হবে।

বিএনপি চেয়ার পারসনের শারীরিক অবস্থার বিষয়ে চেয়ারপাসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, তিনি এখন ভালো আছেন। দেশবাসীর খবর নিচ্ছেন। শীতে ছিন্নমূল মানুষ কষ্টে আছে, তাদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ ছেড়ে স্ট্যাটাসে যা জানালেন সারজিস

ইতিহাস গড়ে শেষ ১৬ তে লিভারপুল

গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ

তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেপ্তারের দাবি গায়ক আসিফের

তুরস্কে হোটেলে আগুনে নিহত বেড়ে ৭৬

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট আছে : নজরুল ইসলাম খান