ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

এখনও তল্লাশি চলছে বোমা হামলার হুমকি পাওয়া বিমানে

এখনও তল্লাশি চলছে বোমা হামলার হুমকি পাওয়া বিমানে, ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি অপরিচিত নম্বর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। এরই মধ্যে বিমানবন্দরে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।


বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে। এরপর সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে। প্রতিবেদন লেখা পর্যন্ত বিমানে তল্লাশি চলছে।

জানা গেছে, বোম্ব ডিসপোজাল ইউনিট বিমানের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালাচ্ছেন। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ বিমানেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে। এ ছাড়া যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন।

আরও পড়ুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, আমাদের রোম ফ্লাইটে থ্রেট একটা ছিল। আমরা সবরকম ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু ফ্লাইটটা ৯টা ২০ মিনিটে সুন্দরভাবে ল্যান্ড করেছে। যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদেই আছেন। এখন মনে হচ্ছে ওটা ছিল একটা উড়োখবর।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে শেষ ১৬ তে লিভারপুল

গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ

তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেপ্তারের দাবি গায়ক আসিফের

তুরস্কে হোটেলে আগুনে নিহত বেড়ে ৭৬

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট আছে : নজরুল ইসলাম খান

বিশ্বকাপের সুপার সিক্সে ইয়াং টাইগ্রেসরা