ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

সৌদি আরবে রোনালদোর সেঞ্চুরি

সৌদি আরবে রোনালদোর সেঞ্চুরি, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইউরোপের ক্লাব ফুটবলে সম্ভাব্য সবকিছু জিতে সৌদি আরবের লিগে নাম লেখানো রোনালদো মরু প্রান্তরেও ফুটবল পায়ে ফুল ফোটাচ্ছেন। তোলপাড় করে দিচ্ছেন রেকর্ডবুক।

সৌদি প্রো লিগে গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) আল খালিজের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আল নাসর। ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সঙ্গে সৌদি আরবের ক্লাবটির হয়ে ১০০ গোলে অবদান (গোল+অ্যাসিস্ট) রাখার মাইলফলকও ছুঁয়েছেন। আল নাসরের হয়ে ১০০ গোলে অবদান রাখতে এই পর্তুগিজ মহাতারকার লেগেছে মাত্র ৯২ ম্যাচ।

এদিন ম্যাচের ৬৫ মিনিটের সময় বক্স থেকে ওতাভিওর ব্যাকপাস পেয়ে নিঁখুত শটে জাল খুঁজে নেন রোনালদো। এই গোলেই ১০০ গোলে অবদানের মাইলফলক ছুঁয়ে ফেলেন রোনালদো। এরপর যোগ করা সময়ে সাদ হুসাইন হাঘাউইর পাস বক্সে পেয়ে দলকে ৩-১ ব্যবধানের জয় এনে দেন রোনালদো। ২০২৩ সালে আল নাসরে না লেখানোর পর ৯২ ম্যাচে ৮৩ গোল করেছেন রোনালদো। সহায়তা করেছেন ১৮ গোলে। মজার বিষয়, সৌদি লিগের ক্লাবটির হয়ে রোনালদোর অভিষেক হয়েছিল ২২ জানুয়ারি। ঠিক দুই বছরের মাথায় তিনি মাইলফলক ছুঁলেন। সব মিলিয়ে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১৮টি। এক হাজার গোল থেকে আর মাত্র ৮২ গোল দূরে দাঁড়িয়ে এই পর্তুগিজ মহাতারকা। পেশাদার ফুটবলে যে রেকর্ড নেই আর কারোরই।

আরও পড়ুন

সৌদি লিগে চলতি মৌসুমে রোনালদো গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৫ ম্যাচে ১৩টি। নিয়মিত গোল করলেও লিগে রোনালদোর দলের অবস্থা খুব একটা ভালো নয়। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। শীর্ষে থাকা আল হিলাল সমান ম্যচ খেলে ১১ পয়েন্টে এগিয়ে।

সৌদি ক্লাবটিতে যোগ দ্যার পর এখন পর্যন্ত অবশ্য রোনালদোর শিরোপাভাগ্য খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে মাত্র একটি শিরোপা জিতেছেন রোনালদো। লিগ শিরোপাও ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়া মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন : সাবেক এমপি লালু

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ৬ মাদকসেবীর জেল-জরিমানা

বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা

সংস্কার অপরিহার্য