ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

আবারও আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

আবারও আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিপিএল’র চলতি আসরে চিটাগাং কিংসের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করছেন আলিস আল ইসলাম। ৭ ম্যাচে পেয়েছেন ১১ উইকেট। কিন্তু দলের কার্যকরী এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন। যে কারণে তাকে দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। 

গত ১৯ জানুয়ারি চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন আলিস আল ইসলাম। সেদিন ফরচুন বরিশালের বিপক্ষে বল হাতে করেছিলেন ৩ ওভার, যদিও পাননি কোনো উইকেট। সেদিনই তার বোলিং অ্যাকশন নিয়ে উঠে প্রশ্ন। অবশ্য পরের ম্যাচে খেলেননি আলিস। তবে আজ বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলছেন তিনি। আর এই দিনেই জানা গেল তার বোলিং অ্যাকশন নিয়ে দিতে হবে নতুন করে পরীক্ষা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র আম্পায়ার্স কমিটির একটি সূত্র। আগামী ২৫ জানুয়ারি শনিবার মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশান পরীক্ষা দিতে হবে আলিসকে। 

আরও পড়ুন

এর আগে অবশ্য একবার বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়েছিলেন আলিস আল ইসলাম। বিপিএলে ২০১৯ সালে নিজের অভিষেক আসরে তিনি নেমেছিলেন রংপুর রাইডার্সের জার্সিতে। সেবারেও প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

যেসব খাবারে মাইগ্রেনের ব্যথা বাড়ে

শহীদ জিয়া মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন : সাবেক এমপি লালু

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ৬ মাদকসেবীর জেল-জরিমানা

বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু