ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

দুদকের মামলায় যশোরের এমপি শাহীনকে ৪ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় যশোরের এমপি শাহীনকে ৪ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক:  যশোরের বিশেষ জেলা ও দায়রা জজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন বিচারক।


বুধবার (২২ জানুয়ারি) স্পেশাল জেলা ও দায়রা জজ এসএম নুরুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩০ মার্চ দুদকের তৎকালীন উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ ছিল, তিনি ৩৮ লাখ টাকার সম্পদ গোপন করেছেন। দুদকের তদন্তে প্রমাণিত হয় যে, তার ট্যাক্স ফাইলে দেখানো সম্পদের পরিমাণ ও দাখিল করা বিবরণীর মধ্যে অসামঞ্জস্য রয়েছে।

শাহীন চাকলাদার তার সম্পদ বিবরণীতে উল্লেখ করেছিলেন, তার মোট সম্পদ ১ কোটি ৯৬ লাখ ২১ হাজার ৪০০ টাকা। যার মধ্যে ১ কোটি ১ লাখ ৯১ হাজার ৫১৫ টাকা দেনা। দুদকের তদন্তে উঠে আসে, তার প্রকৃত সম্পদের পরিমাণ ৫৬ লাখ ২৬ হাজার ২০০ টাকা। এর বাইরে ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

আরও পড়ুন

২০০৯ সালের ৫ জানুয়ারি তদন্ত শেষে দুদক শাহীন চাকলাদারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। রায়ের দিন শাহীন চাকলাদার আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত। আসামিপক্ষের আইনজীবী ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গাজী আব্দুল কাদির।

প্রসঙ্গত, ২০২০ সালের ২১ জানুয়ারি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যু হলে যশোর-৬ আসনটি শূন্য হয়। এরপর বিজ্ঞপ্তি জারি করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৪ জুলাই ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এক লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে জয়ী হন শাহীন চাকলাদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ হাজার ১২ ভোট। জাতীয় পার্টির হাবিবুর রহমান লাঙল প্রতীকে পেয়েছিলেন ১ হাজার ৬৭৮ ভোট। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। তিনি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৩৯ হাজার ২৬৯ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম ঈগল প্রতীক নিয়ে ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে জয়ী হন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

যেসব খাবারে মাইগ্রেনের ব্যথা বাড়ে

শহীদ জিয়া মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন : সাবেক এমপি লালু

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ৬ মাদকসেবীর জেল-জরিমানা

বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু