মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮
চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালুবহনকারী দুটি বাল্কহেড ও ৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (২২ জানুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট এম. ফজলুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মেঘনা নদীতে বাল্কহেড এবং ড্রেজার উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী হতে অবৈধ বালু বহনকারী দুটি বাল্কহেড ও ৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
আরও পড়ুনপরবর্তীতে জব্দকৃত বাল্কহেড এবং আটক আসামিদের চাঁদপুর সদর নৌ থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন