ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে হত্যা

নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে হত্যা। প্রতীকী ছবি

আত্রাই (নওগাঁ)  প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আবু বক্কর (৪০) নামের এক ব্যক্তি হত্যা করা হয়েছে। আবু বক্কর উপজেলার মালিপুকুর গ্রামের মোবারক মন্ডলের ছেলে। জানা গেছে, গত সোমবার আবু বক্কর ওই গ্রামের জনৈক ব্যক্তির জমিতে বোরো ধান রোপণ করছিলেন।

এসময় একই গ্রামের ফরিদ (৩৫) তাকে বলেন, ‘তোমার ধান লাগানো ভালো হচ্ছে না, বিষয়টি আমি জমির মালিককে বলে দেবো।’ গত সোমবার সন্ধ্যায় মালিপুকুর গ্রামসংলগ্ন বাজারে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়।

এরই এক পর্যায়ে ফরিদ ও তার লোকজন আবু বক্করের ওপর হামলা করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা জমিলা বিবি বাদি হয়ে ফরিদসহ তিনজনকে আসামি করে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিরা গা ঢাকা দিয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ এবং  সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমায় শীতের তীব্রতা বেড়েছে

বগুড়া শেরপুরে ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান ড. ইউনূস

ঢাবি ছাত্রশিবিরের ১৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

বগুড়ার শেরপুরে নিজের বাড়িতে ফিরতে পারছেননা বিদেশ ফেরত জাহিদুল

বগুড়ার আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগে সাড়ে তিন লাখ টাকার মাছ বিনষ্ট