ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

ছেলের মা-বাবা হলেন তিতান-প্রান্তিক

ছেলের মা-বাবা হলেন তিতান-প্রান্তিক

অভি মঈনুদ্দীন ঃ চট্টগ্রামের মেয়ে তিতান চৌধুরী সিনেমাতেও অভিনয় করেছেন, নাটকেও অভিনয় করেছেন। তার অভিনীত বেশকিছু নাটক দর্শকপ্রিয়তাও পেয়েছে। ২০২০ সালের ১০ আগস্ট ইঞ্জিনিয়ার প্রান্তিক দত্তকে বিয়ে করেন তিনি। বিয়ের পর অভিনয় থেকে কিছুটা দূরে গিয়ে কিছুদিন চাকুরীও করেছেন তিতান চৌধুরী।

এরইমধ্যে তিনি পুত্র সন্তানের মা হয়েছেন। তার সন্তানের নাম রেখেছেন নির্ভেদ দত্ত রাজ্য। প্রথম সন্তান ছেলে হওয়াতে ভীষণ খুশি তিতান ও তার স্বামী।

তিতান বলেন,‘ ঈশ্বরের অসীম কৃপায় আমি মা হতে পেরেছি, যেন এটাই অনেক অনেক ভালোলাগার। আসলে এই ভালোলাগা ভাষায় প্রকাশের নয় সত্যি। প্রান্তিক আর আমি ভীষণ খুশী আমাদের প্রথম সন্তান ছেলে হওয়ায়। এখন আমার সকল ব্যস্ততা আমার রাজ্যকে ঘিরেই। তাকে নিয়েই প্রতিনিয়ত কতো কিছু যে করর্ছি, কতো যে স্বপ্ন দেখছি তাকে নিয়ে তা একমাত্র ঈশ্বরই ভালো জানেন। সবার কাছে দোয়া চাই আমার রাজ্য’র জন্য ঈশ্বর যেন তাকে সুস্থ রাখেন ভালো রাখেন। আর আমরা যেন তাকে মানুষের মতো মানুষ করতে পারি।’

আরও পড়ুন

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর তিতান মা হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রামেই আছেন। আপাতত অভিনয়ে না ফিরলেও অভিনয়ে ফেরার আগ্রহ আছে তার প্রবল। চট্টগ্রামের নাট্যদল ‘নাট্যধারা’র সাথে সম্পৃক্ত ছিলেন তিতান। তার অভিনীত প্রথম সিনেমা রকিবুল আলম রকিব পরিচালিত ‘নগর মাস্তান’। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ঘাওড়া মজিদ’, ‘ফ্রাইডে লাভ’, ‘রূপসজ্জা’, ‘ কিছুটা ভুল ছিলো আমার’, ‘ ভালোবাসা বন্ধুতা’, ‘ সিনেমাটিক’,‘ সারথী’, ‘ পিছুটান’, ‘ চুটকি ভাণ্ডার’,‘কমেডি ৪২’, ‘ লাইফ পার্টনার ডটকম’, ‘ মৌকা মালয়েশিয়া’ ইত্যাদি। তিতানের বাবা সুমন চৌধুরী পেশায় একজন ডাক্তার, তার মা রীতা চৌধুরী।

তিতান ২০০২৭ সালে ক্লোজআপওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এ অংশগ্রহন করেছিলেন। বেশ ভালো গানও গাইতে জানেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ এবং  সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমায় শীতের তীব্রতা বেড়েছে

বগুড়া শেরপুরে ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান ড. ইউনূস

ঢাবি ছাত্রশিবিরের ১৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

বগুড়ার শেরপুরে নিজের বাড়িতে ফিরতে পারছেননা বিদেশ ফেরত জাহিদুল

বগুড়ার আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগে সাড়ে তিন লাখ টাকার মাছ বিনষ্ট