ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জে ৯ বছর বয়সের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিশুকে অসুস্থ অবস্থায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি)বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে এলাকার প্রভাবশালীরা থানায় অভিযোগ না করে মীমাংসার করার জন্য চাপ দিচ্ছে। ফলে এখন পযর্ন্ত ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করতে পারেনি।

অভিযুক্ত নুর ইসলাম(২০) নিয্যাতনের শিকার শিশুটির সম্পর্কে চাচা হয়। তাকে ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে এলাকার লোকজন বখাটে হিসাবে চেনে।

ওই শিশুর মা জানান, বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে সে ও তার স্বামী কাজে চলে যায়। সন্ধ্যায় বাড়িতে ফিরে মেয়েটির রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এসময় মেয়েকে জিজ্ঞাসা করলে মেযে জানায় তাকে পাশের বাড়ির নুর ইসলাম(২০) ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষন করে।পরে রাতে মেয়েটির অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

তিনি আরো জানান, প্রভাবশারীদের ভয়ে এখনো থানায় অভিযোগ করতে পারেননি। এলাকার প্রভাবশালীরা থানায় অভিযোগ না করে মীমাংসা করার জন্য চাপ দিচ্ছে বলেও জানান তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেনে তিনি।

ওই শিশুর বাবা জানান, আমার মেয়ের উপর যে ঘটনা ঘটেছে এ রকম ঘটনা যেন আর না ঘটে। আমি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস জানান, ধর্ষণের আলামত নিয়ে মেয়েটি গতকাল রাতে হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা-নীরিক্ষা শেষে জানা যাবে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কিনা।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান জানান, এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত তরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ এবং  সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমায় শীতের তীব্রতা বেড়েছে

বগুড়া শেরপুরে ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান ড. ইউনূস

ঢাবি ছাত্রশিবিরের ১৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

বগুড়ার শেরপুরে নিজের বাড়িতে ফিরতে পারছেননা বিদেশ ফেরত জাহিদুল

বগুড়ার আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগে সাড়ে তিন লাখ টাকার মাছ বিনষ্ট