ভিডিও বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

নওগাঁর বদলগাছীতে আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তার। ছবি : দৈনিক করতোয়া

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার (১৯ জানুয়ারি) থেকে গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা যায়, ধামুইরহাট উপজেলার ইউসুবপুর গ্রামের নূর ইসলাম গত ৩ জানুয়ারি উপজেলার জাবারীপুর হাট তার ফ্ল্যাক্সি ও ওষুধের দোকান থেকে বাড়ি ফেরার পথে রাত ৮টার দিকে বটতলী নামক স্থানে নূর ইসলামের গতিরোধ করে মোটরসাইকেল, মোবাইল ফোন, ৩৭ হাজার ১৮০ টাকা ছিনতাই করে পালিয়ে ছিনতাই চক্রটি।

এ বিষয়ে থানায় মামলা হলে থানা পুলিশ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার ও সহকারী পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পালের তত্ত্বাবধানে থানা অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী, ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ও মামলার আইওএসআই নিহার অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় রসুলপুর গ্রামের পলাশ পাহান, আদমদীঘি উপজেলার শতদল কুমার বসাক ও রাসেল হোসেনকে (৪২) গ্রেপ্তার করে।

আরও পড়ুন

শতদল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার স্বীকারোক্তি মোতাবেক দেব্রাইল গ্রামের রাজু হোসেন (২৭) সফিকুল ইসলাম শাকিল (৩৬), সাঘাটা থানার রাসেদ মিয়া (২৬), সবদুলপুরের ইউসুব আলীকে (২২) গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে।

থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী, ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের কাছ থেকে ১শ’ সিসি বাজাস মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন, ১৫ হাজার টাকা, পুলিশ পরিচয়ে ব্যবহৃত মোবাইল ফোন ৩টি, অস্ত্রের মত খেলনা পিস্তলসহ আরও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। আটককৃতদের নামে বিভিন্ন জেলা থানায় একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানুয়ারিতে বিদায় নিতে যাচ্ছে শীত

পাবনার সুজানগরে পদ্মার কোল শুকিয়ে যাওয়ায় মৎস্যজীবীরা বেকার

রংপুরের বদরগঞ্জে সরিষা চাষের লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জিত হয়নি

ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক আয়োজনে মরিয়া ভারত

রংপুরের গঙ্গাচড়ায় র‌্যাবের অভিযানে ৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

সর্বোচ্চ এবং  সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমায় শীতের তীব্রতা বেড়েছে