ভিডিও বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় ম্যানসিটি

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় ম্যানসিটি, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পিএসজির মাঠে ম্যানসিটি শেষ ৩৭ মিনিটে হজম করেছেন ৪ গোল। দুই দল মিলিয়ে গোল করেছে মোট ৬টি। যার সবকটিই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫০ মিনিটে জ্যাক গ্রিলিশ আর ৫৩ মিনিটে আর্লিং হালান্ডের গোলে লিড নেয়া ম্যানসিটি এরপর দেখেছে পিএসজির অসামান্য কামব্যাক। 

ম্যাচের প্রথমার্ধেই অন্তত গোটা পাঁচেক গোল দেখতে পারতো ফুটবলের আগ্রহী দর্শকরা। ১০ মিনিটের মাঝেই দুবার স্বাগতিকদের হতাশ করেছিলেন সিটিজেন্স গোলরক্ষক এদারসন মোয়ারেস। সিটিও পেছনে ছিল না। ১৩ মিনিটে কেভিন ডি ব্রুইনার জোরালো শট ঠেকান জিয়ানলুইজি দোন্নারুম্মা। ২৭ মিনিটে ইউস্কো গাভার্দিওলের গোললাইন সেইভ কিংবা ৩৭ মিনিটে আশরাফ হাকিমির গোল বাতিল পিএসজির হতাশাই বাড়িয়েছে অনেকখানি। 

বিরতির পর দুই বদল নিয়ে মাঠে নামে সিটি। জ্যাক গ্রিলিশ আর রিকো লুইস আসেন মাঠে। তার সুফলও পেয়েছে তারা। ইনভার্টেড রোলে রিকো লুইস যেমন গতি বাড়িয়েছেন খেলার। তেমনি জ্যাক গ্রিলিশও ভয় ধরিয়েছেন। সিটি ৩ মিনিটের ঝড়ে এরপর ২ গোল আদায়ও করে নেয়। ইংলিশ তারকার গোলের ৩ মিনিট পর সিটিকে ২-০ গোলে এগিয়ে দেন আর্লিং হালান্ড। ম্যাচে পিএসজি ফিরতে সময় নিয়েছে ৭ মিনিট। ৫৬ মিনিটে উসমান ডেম্বেলে গোল করেছেন ব্রাডলি বারকোলার পাস থেকে। ৬০ মিনিটে বারকোলা নিজেই বল জালের ঠিকানায় পাঠান। সমতায় ফেরার পর পিএসজি ছিল আরও দুর্দান্ত। পাসিং ফুটবলের সৌন্দর্য্যের পুরোটাই দেখিয়েছে তারা। ৭৮তম মিনিটে সেই ধারায় এগিয়েও যায় তারা। ডান দিক থেকে ভিতিনিয়ার ফ্রি-কিকে দূরের পোস্টে চমৎকার হেডে গোলটি করেন হোয়াও নেভেস। মরিয়া সিটির জালে শেষ পেরেক ঠোকেন গনসালো রামোস। শুরুতে বাতিল করলেও শেষ পর্যন্ত ভিএআর ঘুরে দেয়া হয় গোলের সিদ্ধান্ত। 

আরও পড়ুন

এই ম্যাচে হারের পর ৭ ম্যাচে ২টি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ২৫তম স্থানে নেমে গেছে ম্যানসিটি। ইউরোপের এই পর্যায়ের ফুটবল থেকেই ছিটকে পড়ার শঙ্কায় এখন তারা। সমান ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে উঠেছে পিএসজি। ম্যাচ বাকি আর একটি করে। নিজেদের শেষ ম্যাচে সিটিজেনসদের জেতা ভিন্ন অন্য কোনো উপায় নেই। জেতার পরেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। নতুন আঙ্গিকের ৩৬ দলের আসরে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরি হওয়া ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধার, আটক গৃহকর্মী

নতুন দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না ড. ইউনূসের সরকার: সৈয়দা রিজওয়ানা

মাইক্রোওয়েভ ব্যবহারে কিছু সতর্কতা 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উন্নতমানের ফার্মাসিস্ট গড়ে তোলা হচ্ছে

ইউনানী ও আয়র্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৫ এর খসড়া প্রস্তাবের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ঘুমন্ত অবস্থায় মা ও দুই মেয়েকে কুপিয়ে জখম