ভিডিও বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

বায়ার্নকে হারের চমক ফেইনুর্ডের

বায়ার্নকে হারের চমক ফেইনুর্ডের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে গতকাল বুধবার নেদারল্যান্ডসের ক্লাব ফেইনর্ড রটারডামের কাছে ৩-০ গোলে হেরে গেছে জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ।

ফেইনর্ডের কাছে হেরে সরাসরি শেষ ষোলোতে পৌঁছানোর রাস্তাটা কঠিন করে ফেলেছে বায়ার্ন। তবে প্লে-অফে (৯তম থেকে ২৪তম দলের মধ্যে থাকা) খেলা নিশ্চিত। গ্রুপপর্বের বাকি এক ম্যাচের পর বলা যাবে, বায়ার্ন সরাসরি শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করবে কি না। বায়ার্নকে হারিয়ে সেরা ৮ দলে (যারা সরাসরি শেষ ষোলোতে যাবে) থাকার সম্ভাবনা তৈরি করেছে ফেইনর্ড। এক ম্যাচ হাতে রেখে পয়েন্ট টেবিলে বায়ার্নকে পেছনে ফেলেছে তারা। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম অবস্থানে আছে ডাচ ক্লাবটি। অন্যদিকে সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে নেমে গেছে বায়ার্ন।

আরও পড়ুন

ঘরের মাঠে ফেইনর্ডের হয়ে জোড়া গোল করেন সান্তিয়াগো গিমেনেজ। ম্যাচের ২১ ও বিরতির আগ মুহূর্তে (৪৫+৯ মিনিটে পেনাল্টি থেকে) গোল করেন এই ম্যাক্সিকান তারকা। স্বাগতিকদের হয়ে শেষ গোলটি করেন আয়াশে এদা, ৮৯ মিনিটে। এতে ৩-০ গোলে জয় নিশ্চিত হয় ফেইনর্ডের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরি হওয়া ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধার, আটক গৃহকর্মী

নতুন দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না ড. ইউনূসের সরকার: সৈয়দা রিজওয়ানা

মাইক্রোওয়েভ ব্যবহারে কিছু সতর্কতা 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উন্নতমানের ফার্মাসিস্ট গড়ে তোলা হচ্ছে

ইউনানী ও আয়র্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৫ এর খসড়া প্রস্তাবের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ঘুমন্ত অবস্থায় মা ও দুই মেয়েকে কুপিয়ে জখম