ভিডিও বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

ভারতে বিপক্ষে হামজার অভিষেকের প্রস্তুত বাফুফে

ভারতে বিপক্ষে হামজার অভিষেকের প্রস্তুত বাফুফে, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে হামজা চৌধুরীর। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচ ভারতে অনুষ্ঠিত হবে, যা সম্ভাব্য ভেন্যু শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে দলে ভেড়াতে চাইছে ফিফা উইন্ডোর আগেভাগেই।

যদিও ইংল্যান্ডের ক্লাবগুলো সাধারণত ফুটবলার জাতীয় দলের জন্য ছাড়ে আন্তর্জাতিক ম্যাচের ৭২ ঘণ্টা আগে। আন্তর্জাতিক নিয়মও তাই। তবে হামজা চাইলে তাতে নমনীয় হতে পারে তার বর্তমান ক্লাব লেস্টার সিটি। লন্ডনে গিয়ে সম্প্রতি তার সঙ্গে সাক্ষাত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সে সাক্ষাতে হামজার সঙ্গে সে বিষয়েই কথা হয়েছে তার। বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু হামজার সঙ্গে তাবিথের সাক্ষাৎ নিয়ে বলেন, ‘(হামজার) ক্লিয়ারেন্সের জন্য আমাদের সভাপতি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে লন্ডনেও গিয়েছেন। লন্ডনে গিয়ে হামজা ও তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। আর বাংলাদেশে তাকে যে প্রকার সুযোগ-সুবিধা দেওয়া হবে সেটার জন্যও আমাদের সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

হামজার জন্য বাফুফেকে বাড়তি কিছু কাজ করতে হবে। ফিজিও, ডাক্তারদের মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। সঙ্গে আরও বাড়তি কিছু বিষয় আছে। তার জন্য সব কিছু করতে রাজি ফেডারেশন। বাবুর কথা, ‘অবশ্যই হামজার সঙ্গে আমাদের একটা শর্ত থাকবে। আর হামজাও আমাদের তার জন্য কিছু পদক্ষেপ নিতে বলবে। সেই যেই শর্ত দেক, আমরা তা করতে প্রস্তুত আছি। ফিজিও, ডাক্তার থেকে শুরু করে যা যা প্রয়োজন আমরা তা সব দিতে প্রস্তুত।’

আরও পড়ুন

হামজার মতো প্রিমিয়ার লিগের খেলোয়াড় দলে আসায় বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুও বেড়ে গেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে। বেশকিছু প্রতিষ্ঠান এখন আগ্রহ দেখাচ্ছে বাফুফের কাছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে সহসাই দেখা যেতে পারে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের লোগো, জানালেন আমিরুল। তার ভাষ্য, ‘হামজা বাংলাদেশের ফুটবলে দলের জার্সিতে প্রতিনিধিত্ব করবে এটাই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এদিকে দেশ ও বিদেশের অনেক স্পন্সর আমাদের দেশে আসার জন্য যোগাযোগ করেছে। ভারত থেকেও স্পন্সর আগ্রহ দেখিয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত কয়েক বছরে মেলেনি সবজির এমন সস্তা দাম

লালমনিরহাটে আ’লীগ নেতা সুমন খানের সম্পত্তি বুঝে নিলো জেলা প্রশাসন 

চীনের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমাতে জোর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘২০২৫ সালের শেষে কিংবা ২০২৬ এর শুরুতে জাতীয় নির্বাচন’

যে কারণে পুরোনো ঠিকানায় ফিরলেন নুসরাত ফারিয়া