ভিডিও বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

গোলের সেঞ্চুরি ভিনির, ছাড়াতে চান রোনালদোকে

গোলের সেঞ্চুরি ভিনির, ছাড়াতে চান রোনালদোকে,ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে শত গোলের মাইলফলক স্পর্শ করেছেন ভিনিসিউস জুনিয়র। বুধবার (২২ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সালজবুর্গের বিপক্ষে জোড়া গোল করে এই মাইলফলক স্পর্শ করেন ব্রাজিলের এই তারকা। এই মাইলফলক স্পর্শ করার পর এবার রোনালদোকে পেছনে ফেলতে চান ভিনি।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ভিনি প্রথম গোলটি করেন লুকা মদ্রিচের পাস থেকে। আর দ্বিতীয় গোলে ফুটে ওঠে তার দুর্দান্ত স্কিল। রিয়াল মাদ্রিদের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ভিনিসিউসের গোল এখন ১০১টি। কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদোর কীর্তি ছুঁতে ভিনিসিউসের প্রয়োজন আর তিন গোল। ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত রিয়ালের জার্সিতে রোনালদো গোল করেছেন ১০৪টি। এখানে অবশ্য নিজের সেরা চেহারায় কম সময়ই থাকতে পেরেছেন তিনি। পুরো ক্যারিয়ারের মতো এই ক্লাবেও চোটা তাকে ভুগিয়েছে অনেক। তার পরও স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত সফলতম ব্রাজিলিয়ান ফুটবলার তিনি।

আরও পড়ুন

তাকে এখন ছাড়িয়ে যেতে চান ভিনিসিউস। ব্রাজিলের এই তারকা বলেন, ‘এই জার্সিতে গোল করতে পারলেই খুশি থাকি আমি। এই জার্সিতে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান রোনালদো। তার চেয়ে তিন গোল পিছিয়ে আছি। আশা করি, আরও গোল করতে পারব আমি।’ রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ভিনিসিউস জিতেছেন তিনটি লা লিগাসহ মোট ১৪ ট্রফি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত কয়েক বছরে মেলেনি সবজির এমন সস্তা দাম

লালমনিরহাটে আ’লীগ নেতা সুমন খানের সম্পত্তি বুঝে নিলো জেলা প্রশাসন 

চীনের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমাতে জোর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘২০২৫ সালের শেষে কিংবা ২০২৬ এর শুরুতে জাতীয় নির্বাচন’

যে কারণে পুরোনো ঠিকানায় ফিরলেন নুসরাত ফারিয়া