বগুড়ার দুপচাঁচিয়ায় ডেকোরেটর ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শেরপুর তালুকদার পাড়ায় আজ বৃহস্পতিবার সকালে ফিরোজ শাহ্ (৩৫) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ফুলতলী বাজারের আল্লাহর দান ডেকোরেটরের স্বত্বাধিকারী এবং রায়কালী ইউনিয়নের বালুকাপাড়ার কলিমুদ্দিনের ছেলে।
জানা গেছে, ডেকোরেটর ব্যবসায়ী ফিরোজ শাহ্ দুপচাঁচিয়ার গোবিন্দপুর ইউনিয়নের শেরপুর তালুকদারপাড়ার জাহিদুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠানের ডেকোরেটরের কাজ নেন। গত বুধবার রাতে ফিরোজ শাহ্ নিজেই ২জন শ্রমিক নিয়ে বিয়ে বাড়িতে ডেকোরেশনের কাজ করছিলেন। রাতেই কাজের মধ্যেই কোন এক সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে তিনি কাজের স্থান থেকে বের হয়ে যান। রাত আনুমানিক ১টায় কর্মরত শ্রমিকরা তাকে মোবাইল করে ফোন বন্ধ পায়। পরে শ্রমিকরা কাজ শেষ করে বাড়িতে চলে যায়। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ওই বাড়ির লোকজন বাড়ির পিছনে পুকুরপাড়ে গরুর খড় আনতে যায়। এসময় বেল গাছের ডালের সাথে রশি বাঁধা ফাঁস দেওয়া ঝুলন্ত ফিরোজ শাহ্’র লাশ দেখতে পায়।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং মাটিতে হাটু গাড়া গলায় ফাঁস দেয়া ডেকোরেটর ব্যবসায়ী ফিরোজ শাহ্কে দেখেন। তিনি বিষয়টি থানায় জানান। খবর পেয়ে সিনিয়র পুলিশ সুপার আদমদীঘি সার্কেল নাজরান রউফ, থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে লাশ থানায় নিয়ে আসে।
আরও পড়ুনথানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম দৈনিক করতোয়া’কে জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পেরণ করা হয়েছে। সেইসাথে তার মৃত্যুর রহস্য উদঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহের তৎপরতাও অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন