ভিডিও শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

দিঠি’র ২৫ শুরু গানে গানেই...

সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ারের ইংরেজি নতুন বছর ২০২৫-এর যাত্রা শুরু হলো গানে গানেই। বিটিভি’র সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘সঙ্গীতা’য় নিজের মৌলিক গান গাওয়ার মধ্যদিয়েই তিনি নতুন বছরের যাত্রা শুরু করেছেন।

এছাড়াও বিটিভির ‘গীতিবিচিত্রা’ অনুষ্ঠানেও তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। দুটি অনুষ্ঠানেই গানের রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। ‘সঙ্গীতা’য় দিঠি তার বাবা প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও পিয়াল হাসানের সুরে একটি মেলিক গান এবং ‘গীতিবিচিত্রা’য় দিঠি তারই বাবার লেখা ও অপু আমানের সুরে একটি মৌলিক গান গেয়েছেন। দুটি অনুষ্ঠানই শিগগিরই বিটিভিতে প্রচারে আসবে। বছরের শুরুটা জাতীয় প্রচার মাধ্যম বিটিভিতে দুটি ভিন্ন অনুষ্ঠানে দুটি মৌলিক গান গাওয়ার মধ্যদিয়ে শুরু হওয়ায় বেশ উচ্ছ্বসিত দিঠি আনোয়ার।

দিঠি আনোয়ার বলেন,‘ এই সময়ে এসে মৌলিক গানের প্রতি আমি আরো একটি বেশি মনোযোগী হয়ে উঠেছি। আমার বেশকিছু শ্রোতাপ্রিয় মৌলিক গান আছে। টিভি শোতে কিংবা স্টেজ শোতে সেই গানগুলো গাইবার অনুরোধও থাকে মাঝে মাঝে। সত্যি বলতে কী গানতো করি শ্রোতা দর্শকের ভালোলাগার জন্য। তো শ্রোতাদের কথা ভাবনায় রেখেই কিন্তু এখন মৌলিক গানে আরো মনোযোগী হচ্ছি। সামনে আব্বুরই লেখা আরো বেশকিছু মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। আমি নতুন এই গানগুলো নিয়ে খুব আশাবাদী। অনেক বেশি প্রত্যাশা এই নতুন মৌলিক গানগুলো নিয়ে। কারণ গানগুলো প্রাথমিকভাবে যারা শুনেছেন তারা সবাই গানগুলোর ভূঁয়সী প্রশংসা করেছেন। যে কারণে প্রত্যাশা বেড়ে গেছে।’

আরও পড়ুন

এদিকে আজ ২৪ জানুয়ারি রাতে মাছরাঙ্গা টিভিতে সরাসরি সঙ্গীত পরিবেশন করবেন দিঠি। মাছরাঙ্গা টিভির নিয়মিত আয়োজন ‘তোমায় গান শোনাবো’তে আজ রাত ১১টা থেকে সঙ্গীত পরিবেশন করবেন দিঠি আনোয়ার। আগামী ৩১ জানুয়ারি রিপোর্টাস ইউনিটি আয়োজিত একটি অনুষ্ঠানে গান গাইবেন দিঠি। পাশাপাশি একই দিনে রাতে গুলশান ইয়ূথ ক্লাবে তারই বাবাকে ট্রিবিউট করে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দিঠি। তারসঙ্গে আরো তিনজন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন।

এছাড়া আগামী ৮ ফেব্রুয়ারিতেও ঢাকাতে একটি শো’তে সঙ্গীত পরিবেশন করবেন দিঠি। আগামী ১৩ অথবা ১৪ ফেব্রুয়ারি দিঠি তার মা জোহরা গাজীর লেখা বই ‘আগুনের সাথে বসবাস’ দ্বিতীয় মুদ্রনের প্রকাশনা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবেন। ছবি ঃ শিথিল রহমান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত কয়েক বছরে মেলেনি সবজির এমন সস্তা দাম

লালমনিরহাটে আ’লীগ নেতা সুমন খানের সম্পত্তি বুঝে নিলো জেলা প্রশাসন 

চীনের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমাতে জোর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘২০২৫ সালের শেষে কিংবা ২০২৬ এর শুরুতে জাতীয় নির্বাচন’

যে কারণে পুরোনো ঠিকানায় ফিরলেন নুসরাত ফারিয়া