ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

নাটক প্রযোজনার ঘোষণা গায়িকা পড়শীর

নাটক প্রযোজনার ঘোষণা গায়িকা পড়শীর, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী দর্শকদের উপহার দিয়েছেন সুপারহিট সব গান। বর্তমানে স্টেজ শো ও নতুন নতুন গান আর অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। গত বছর সংগীতশিল্পী ইমরানের সঙ্গে তার দ্বৈত গান ‘কথা একটাই’ বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এর মধ্যেই পড়শী যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন। সবকিছু নিয়ে একটি গণমাধ্যমে কথা বলেছেন এই সংগীতশিল্পী। সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণা দিয়েছেন এ সংগীতশিল্পী। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকরা।

পড়শী সংগীতের পাশাপাশি অভিনয়েও করতে দেখা গেছে। এর মধ্যেই কাজ করেছেন বেশকিছু নাটকে। শুধু তাই নয়, ঢালিউড নায়ক শাকিব খানের সঙ্গে তাকে দেখা গেছে বড়পর্দাতেও। এ বিষয়ে পড়শী বলেন, সিনেমায় আমি অভিনয় করেছি বিষয়টি কিন্তু তা নয়। আমি আসলে শাকিব ভাইয়ার সঙ্গে একটা ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলাম। সেটিকে পুরোপুরি সিনেমায় অভিনয় করা বলা যাবে না। আমার কাছে সেটিকে মিউজিক ভিডিওতে অভিনয়ের মতোই লেগেছে। যদিও সিনেমায় আর কখনো অভিনয় করব না। কারণ সেখানে অভিনয় করতে অনেক দক্ষ হতে হয়, সঙ্গে লাগে প্যাশনও। 

আরও পড়ুন

এ গায়িকা বলেন, আমার দুটির কোনোটিই তেমন নেই। একটি বিষয়-সিনেমা করতে অনেক সময় দরকার। সেটি পাঁচ-ছয় মাস বা এক বছর লাগে, সেটি সম্ভব না। আমি এত সময় দিতে পারব না। আমি যেহেতু গানের মানুষ, তাই গানেই থাকতে চাই। এদিকে গত বছর বিয়ের পিঁড়িতে বসেছেন এ সংগীতশিল্পী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের এক বছর পর গত ১২ জানুয়ারি সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিয়ের বিষয়টি জানান পড়শী। বিয়ের কথা প্রশ্ন করতেই গায়িকা বলেন, আসলে আমি প্রফেশনাল ও ব্যক্তিগত জীবন একেবারে আলাদা রাখি। শুধু কাজের সময়ই সবার সঙ্গে কথা বলি। বিয়ে তো একান্তই ব্যক্তিগত বিষয়। যাই হোক, সবার কাছে দোয়া চাই— আমরা যেন বাকি জীবন একসঙ্গে চলতে পারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল

আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত 

নওগাঁর রাণীনগরের কুজাইলহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

২১টি পদে ৮২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ শিশু একাডেমি

এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার নতুন নেতা

বিএসইসির সদ্য সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার