দিনাজপুরের ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘ ৫৯বছর পর অপারেশন থিয়োটার চালু করা হলো। আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এক গর্ভবতীকে সিজারের মাধ্যমে এই অপারেশন থিয়োটারের উদ্বোধন করা হয়।
অপারেশন পরিচালনা করেন ডা. খাদিজাতুল কোবরা, গাইনী বিশেজ্ঞ, ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স, ডা. আদনান আরাফাত, (অ্যানেস্থেসিয়া) জুনিয়র কনসালটেন্ট, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উদ্বোধন করেন জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মো. আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়ঘাট থানা অফিসার ইনচার্জ নাজমুল হক। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাফুজার রহমান লাভলু প্রমুখ।
আরও পড়ুনউল্লেখ্য, ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সটি ১৯৬৫ সালে ৩৩ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠিত হলেও ২০২৩ সালের নভেম্বর মাসে ৫০ শয্যায় উত্তীর্ণ করা হয়। এ পর্যন্ত এ হাসপাতালে ডেলিভারি রোগীদের কোন অপারেশনের ব্যবস্থা ছিলো না। যা বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে বাস্তবায়ন হলো।
মন্তব্য করুন