ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

নওগাঁয় মিলছে না মেনিনজাইটিস টিকা, দুশ্চিন্তায় হজ যাত্রীরা

নওগাঁয় মিলছে না মেনিনজাইটিস টিকা, দুশ্চিন্তায় হজ যাত্রীরা

নওগাঁ প্রতিনিধি : সৌদি আরবের সরকার মেনিনজাইটিস টিকাদান বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। ওমরাহ, পবিত্র হজ পালন কিংবা ভিজিট ভিসায় সৌদি আরবে যাওয়া যাত্রীদের জন্য এই টিকা নেওয়া বাধ্যতামূলক। তবে নওগাঁয় মিলছে না মেনিনজাইটিস টিকা। এতে ভোগান্তিতে পড়ছেন হজযাত্রীরা। যাত্রীদের পাশাপাশি দুশ্চিন্তায় রয়েছে হজ-ওমরাহ এজেন্সিগুলোও।

নওগাঁর হজ যাত্রীদের অভিযোগ কোথায় গেলে এই টিকা পাওয়া যাবে এনিয়ে ধোঁয়াশায় আছেন তারা। সরকার থেকে নির্দিষ্ট কোন জায়গার কথাও বলা হয়নি, কোথায় গেলে এই টিকা পাওয়া যাবে। জেলা স্বাস্থ্য বিভাগে মেনিনজাইটিস টিকার কোনো মজুত নেই। টিকা সংকটের কারণে তারা পবিত্র হজ পালন নিয়ে এখন অনিশ্চয়তার মুখে পড়েছেন, যা তাদের জন্য আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করছে।

নওগাঁর বাসিন্দা ও হজ যাত্রী আব্দুর রব বলেন, অনেক স্বপ্ন নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু টিকার অভাবে এখন দুশ্চিন্তায় আছি। কোথায় গেলে এই টিকা পাবো তা নিয়ে ধোঁয়াশার মধ্যে আছি। স্বাস্থ্য বিভাগ থেকে যদি কোনো উদ্যোগ নেওয়া হতো, তাহলে আমাদের জন্য সুবিধা হতো।

ওমরাহ যাত্রী রিয়াজ উদ্দিন বলেন, যে এজেন্সির মাধ্যমে হজে যাবো তাকে ফোন দিলে তিনিও সঠিকভাবে বলতে পারছেন না কোথায় এই টিকা পাবো। শুধু বলছেন ঢাকায় পাওয়া যাচ্ছে। এখন নওগাঁ থেকে ঢাকায় কোথায় গিয়ে এই টিকা খুঁজবো যা আমাদের জন্য খুবই ভোগান্তির কারণ।

আরও পড়ুন

নওগাঁর মান্দা উপজেলার দেওয়ান হজ কাফেলার এজেন্সির ম্যানেজার আবদুল্লাহ আল মাসুদ বলেন, ওমরার জন্য এই টিকা নেওয়া বাধ্যতামূলক, এ খবর জানার পর ওমরাহ করতে যাবেন এরকম যাত্রীরা ফোন দিচ্ছেন। আমরাও সঠিক কোন জবাব দিতে পারছি না।

অনেকেই টিকিটের তারিখ বাতিল করার কথা বলছেন। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তিনি আরও বলেন, এই টিকা কোথায় পাওয়া যাচ্ছে এ নিয়ে ধোঁয়াশায় আছি আমরাও। শুনছি ঢাকার দু’একটি হাসপাতালে এই টিকা পাওয়া যাচ্ছে। যাত্রীদের এই দুর্ভোগ কমাতে সরকার যদি জেলা বা বিভাগীয় পর্যায়ে টিকা গ্রহণের ব্যবস্থা করে তাহলে সবার জন্য সুবিধা হতো।

নওগাঁ’র সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, প্রধান দু’টি হজের সময় এই টিকা জেলা স্বাস্থ্য বিভাগ থেকে দেওয়া হয়। এছাড়া এই টিকা পাওয়া যায় না। ওমরা হজের জন্য সরকারিভাবে দেওয়া হয় না। বাইরে থেকে কিনে নিয়ে দিতে হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরের কুজাইলহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

২১টি পদে ৮২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ শিশু একাডেমি

এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার নতুন নেতা

বিএসইসির সদ্য সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টাসহ চার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের বিরলের একটি গ্রামে কথিত দুষ্ট জ্বিন আতংকে সাধারণ মানুষ