ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

নানা সমস্যায় জর্জরিত লালমনিরহাট সদর হাসপাতাল

নানা সমস্যায় জর্জরিত লালমনিরহাট সদর হাসপাতাল

লালমনিরহাট প্রতিনিধি : উত্তরের পিছিয়ে পড়া জনপদ হচ্ছে সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। ১৮টি ছোট-বড় নদী বেষ্টিত এ জেলায় রয়েছে অন্তত ৪ শতাধিক চরাঞ্চল। দারিদ্র পীড়িত এ অঞ্চলের ২০ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা ২৫০ শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতাল। অথচ এই সরকারি হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত।

অনিয়ম আর অব্যবস্থাপনার মধ্যে চলছে এখানকার চিকিৎসা কার্যক্রম। এ যেন দেখার কেই নেই। উপায়ান্তর না পেয়ে চিকিৎসা নিতে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতাল অথবা বিভাগীয় শহর রংপুরে। ফলে দারিদ্রপীড়িত এ অঞ্চলের মানুষের চিকিৎসায় গুনতে হচ্ছে বাড়তি টাকা।

অপরদিকে, বাংলাদেশে স্বাস্থ্যসেবা উন্নয়ন লক্ষে পার্শ¦বর্তী দেশ ভারত সরকারের উপহার হিসেবে দেয়া অ্যাম্বুলেন্সটি নিজেই রোগী হয়ে লাইফ সাপোর্ট গ্যারেজে দীর্ঘদিন যাবৎ পড়ে থাকলেও এ ব্যাপারে কর্তৃপক্ষের যেন কোন মাথা ব্যাথাই নেই।

জানা যায়, বিগত ২০২১ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ আসেন। এসময় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন। তার ঘোষণা অনুযায়ী একই বছরের ২২ ডিসেম্বর ১০৯টি আধুনিক সুবিধা সম্পন্ন লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান করেন।

প্রতিটি ভারতীয় উপহারের অ্যাম্বুলেন্সের মূল্য প্রায় কোটি টাকা। তবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ওইসব অ্যাম্বুলেন্সের মধ্যে ১টি অ্যাম্বুলেন্স লালমনিরহাট পৌরসভাকে আর অপরটি লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভারতের নিযুক্ত সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

আরও পড়ুন

অ্যাম্বুলেন্স দেয়ার পর থেকে লালমনিরহাট পৌরসভা কর্তৃপক্ষ ভারতীয় উপহারের অ্যাম্বুলেন্স যথাযর্থভাবে ব্যবহার করলেও লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে দেয়া ভারতীয় উপহারের ওই অ্যাম্বুলেন্সটি রোগীদের কোন কাজে আসছে না। দীর্ঘ ৫ বছর যাবৎ ব্যবহার না হওয়ায় অ্যাম্বুলেন্সটি সদর হাসপাতালের গ্যারেজে বিকল হয়ে পড়ে আছে।

ইতোমধ্যে অ্যাম্বুলেন্সটির ভেতরের মূল্যবান যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। অকেজো হয়ে পড়ছে ব্যাটারি, চাকাসহ বিভিন্ন যন্ত্রাংশ। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ভারতের উপহারের অ্যাম্বুলেন্সটি মরিচা ধরেছে আর ধুলোর প্রলেপে আবছা দেখাচ্ছে ভারত-বাংলাদেশের যৌথপতাকা। কিন্তু লালমনিরহাট পৌরসভায় দেয়া ভারতের উপহার লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি এখনও সচল রয়েছে।

এ বিষয়ে কথা হলে লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল মোকাদ্দেম বলেন, আমি ৫ মাস আগে যোগদান করেছি, ভারতের উপহারকৃত অ্যাম্বুলেন্সটি ৫ বছর যাবৎ বিকল হয়ে পড়ে আছে জানি। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। দারিদ্র পীড়িত এ অঞ্চলের মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ১শ শয্যার জনবল দিয়ে ২৫০ শয্যা চালানো হচ্ছে, জানিয়ে তিনি চিকিসাসেবা বিঘ্নিত হওয়ার জন্য  পর্যাপ্ত জনবল না থাকাকে দায়ী করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরের কুজাইলহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

২১টি পদে ৮২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ শিশু একাডেমি

এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার নতুন নেতা

বিএসইসির সদ্য সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টাসহ চার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের বিরলের একটি গ্রামে কথিত দুষ্ট জ্বিন আতংকে সাধারণ মানুষ