ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

১৪ আদিবাসী জুম্ম জাতি নিশ্চিহ্ন হওয়ার পথে : সন্তু লারমা

১৪ আদিবাসী জুম্ম জাতি নিশ্চিহ্ন হওয়ার পথে : সন্তু লারমা, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অস্বাভাবিক ও ভয়াবহ বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কেন্দ্রীয় সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা।গতকাল শনিবার রাঙ্গামাটি শহরের আশিকা কনভেনশন হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্ম জনগণের সামগ্রিক পরিস্থিতি আলোকে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এ সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখা।

সন্তু লারমা বলেন, ‘পার্বত্যাঞ্চলের ১৩টি ভাষাভাষীর ১৪টি আদিবাসী জুম্ম জাতি আজ নিশ্চিহ্ন হওয়ার পথে। পার্বত্যাঞ্চলে নিরাপত্তাহীন, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে জুম্ম জনগণ বেঁচে আছে। নানাভাবে বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো আদায়ের জন্য আন্দোলন করে চলেছে। পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও অধিকার আদায়ের জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই।’সভায় বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক কেএস মং, বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান জেলা শাখার প্রতিনিধি অংচ মং মারমা, খাগড়াছড়ি জেলা শাখার প্রতিনিধি নমিতা চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক থোয়াই অং মারমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের ছাত্র ও যুববিষয়ক সম্পাদক লেলুং খুমি, অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা, মনোজ বাহাদুর গুর্খা, মনু মুরমু সাঁওতাল, অনুপ কুমার আসামসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, ‘গত কোনো সরকারই আমাদের নিয়ে ভাবেনি। অন্তর্র্বতী সরকারও ভাবছে না। সংবিধান সংস্কার প্রক্রিয়া চলছে, সেখানেও আমাদের কী পরিচয় হবে, সেটি নির্ধারণ করা হয়নি। পাঠ্যবই থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়া হয়। এর প্রতিবাদ করায় উল্টো পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। সরকার এ বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখেনি।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরের কুজাইলহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

২১টি পদে ৮২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ শিশু একাডেমি

এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার নতুন নেতা

বিএসইসির সদ্য সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টাসহ চার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের বিরলের একটি গ্রামে কথিত দুষ্ট জ্বিন আতংকে সাধারণ মানুষ