ভিডিও শনিবার, ০১ মার্চ ২০২৫

রোনালদোর ছেলের চোখে-বাবার চেয়ে এমবাপ্পে সেরা

রোনালদোর ছেলের চোখে-বাবার চেয়ে এমবাপ্পে সেরা, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ফুটবল দুনিয়ায় ক্রিস্টিয়ানো রোনালদো অনেকের কাছে সর্বকালের সেরা। হাজার হাজার তরুণ ফুটবলারের আইডল এই তারকা। গোলের পর গোল করে হাজার গোলের দিকে ছুটে চলছেন। তবে তাতেও ছেলের মন গলাতে পারছেন না পর্তুগিজ সুপারস্টার।হতে পারছেন না ছেলের সবচেয়ে পছন্দের ফুটবলার! ছেলে মাতেও নিজের বাবাকে নয়, বেশি পছন্দ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। এই ফরোয়ার্ডকে নিজের বাবার চেয়েও ভালো খেলোয়াড় মনে করে রোনালদোর ছেলে। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘লা সেকসতা’কে দেওয়া সাক্ষাৎকারে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো মজা করে বললেন, তার ছেলের চোখে তাকে ছাড়িয়ে গেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পে। রোনালদো বলেন, ‘মাতেও, সে এমবাপ্পেকে খুব পছন্দ করে। মাঝে মাঝে আমাকে বলে-বাবা, এমবাপ্পে তোমার চেয়ে ভালো। আমি তখন বলি- না, আমি ওর চেয়ে ভালো, আমি বেশি গোল করেছি (হাসি)। বিষয়টা মজার।’

আরও পড়ুন

গত গ্রীষ্মের দলবদলে তিনি যোগ দেন রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়ালের হয়ে ক্লাব রেকর্ড ৪৫০ গোল করেন রোনালদো। গত শনিবার রিয়াল ভায়োদলিদের বিপক্ষে হ্যাটট্রিকের পর চলতি মৌসুমে লা লিগায় ১৯ ম্যাচে ১৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে আছেন ২৬ বছর বয়সী এমবাপ্পে। এদিকে সৌদিতে ভালো সময় পার করছেন রোনালদোও। চলতি মৌসুমে ১৬ ম্যাচে ১৪ গোল করে সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরার আল নাসর ফরোয়ার্ড। আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার তিনি অনেক দিন ধরেই। এখন ছুটছেন ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার দিকে। তার মোট গোল এখন ৯২০টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে হারিয়ে যাওয়া ৩৬ মোবাইল ফোন উদ্ধার

বগুড়ার সোনাতলায় যুবদল নেতা রাশেদ হত্যা মামলার আসামি সবুজ গ্রেফতার

বগুড়ায় ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

বগুড়ার গাবতলীতে তিন ছাত্রকে কুপিয়ে আহত

লালমনিরহাটে একই স্থানে তিন ছিনতাই, আটক ১

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎশক দিয়ে মাছ নিধন, বিলুপ্ত হচ্ছে জলজ প্রাণী