ভিডিও রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

সংগৃহীত,বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে ২ হাজার ৮০০ ডলার। এর প্রভাবে দেশের বাজারেও যে কোনো সময় বাড়তে পারে দাম।

শনিবার (১ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন লেখার সময় স্পট মার্কেটে স্বর্ণের দাম অবস্থান করছিল ২ হাজার ৭৯৯.২০ ডলারে। প্রতি আউন্সের দাম একদিনে ৩.৯০ ডলার বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়েছে।

বিশ্ববাজারে এক আউন্স স্বর্ণের দাম যে কোনো সময় ২ হাজার ৮০০ ডলার ছাড়িয়ে যাবে অনেক আগেই ধারণা করা হয়েছিল। কিন্তু কয়েক দফায় দুই হাজার ৮০০ ডলারের কাছাকাছি গিয়ে ফিরে আসে। এবার নতুন রেকর্ড স্পর্শ করলো স্বর্ণের দাম।

বিশ্ববাজারে যে হারে দাম বাড়ছে, এতে যে কোনো সময় দেশেও প্রতি আউন্স স্বর্ণের দাম আরও বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।
 
দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সে হিসাবে সবশেষ গত ২৯ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ভরিতে ১ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

আরও পড়ুন

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৬ হাজার ৩০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৮২৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৬ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ৩০ জানুয়ারি থেকে।

চলতি বছর এখন পর্যন্ত ৩ বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে তিনবারই। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়ার ভূমধ্যসাগরে ২০ মরদেহ উদ্ধার, সব বাংলাদেশি হওয়ার আশঙ্কা

আবারও  সুচিকিৎসার দাবিতে  সড়ক অবরোধে জুলাই আহতরা

আখেরি মোনাজাতে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার আমদানি বন্ধ

দিনাজপুরের চিরিরবন্দরে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই বস্তা ফেন্সিডিলসহদুই মাদক ব্যবসায়ী আটক