ভিডিও রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূর আত্মহত্যা। প্রতীকী ছবি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর ওপর অভিমান করে ফাঁস দিয়ে আদুরী আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের চককোচমুড়ী গ্রামের চুন্নু মিয়ার ছেলে রুহুল আমিনের (৩০) স্ত্রী এবং পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পলাশী গ্রামের হাজ্বী রতন মিয়ার মেয়ে।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, আদুরী আক্তারের সাথে প্রায় ৭ বছর আগে রুহুল আমিনের বিয়ে হয়। সাংসারিক জীবনে তাদের ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। গতকাল শুক্রবার বিকেলে কেনাকাটা করার জন্য তারা গোবিন্দগঞ্জ শহরে আসে।

আরও পড়ুন

সেখানে কেনাকাটার এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য বিষয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে স্বামীর ওপর অভিমান করে গতকাল শুক্রবার রাতে বাড়ির সকলের অজান্তে আদুরী আক্তার নিজ শয়ন ঘরের বাঁশের তীরের সাথে রশি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে গোবিন্দগঞ্জ থানায় জানায়, পরে পুলিশ বিকেলেই ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার আমদানি বন্ধ

দিনাজপুরের চিরিরবন্দরে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই বস্তা ফেন্সিডিলসহদুই মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে ৩ বন্ধু নিখোঁজ

বগুড়া ধুনটে চুরি ঠেকাতে পুলিশি টহল ব্যর্থ : সড়কে চেকপোস্ট

তিন মেয়েকে নিয়ে পঙ্গু ফরিদুলের মানবেতর জীবনযাপন, দানশীলদের সহায়তা কামনা