বগুড়ার শেরপুরে চোরাই অটোরিকশা সহ ৪টি ব্যাটারি উদ্ধার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর থানা পুলিশ আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী মাদরাসার সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪টি ব্যাটারিসহ একটি অটোরিকশা উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মহিপুর বাজার এলাকার স্বপন মন্ডলের ছেলে তুহিন বাবু (১৬), মহিপুর কলোনী গ্রামের বাবুল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম রাতুল (১৬), একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে শাহরিয়ার রুদ্র (১৬) ও আবুল কাশেমের ছেলে সোহান (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি অটোরিকশাটি উপজেলার খানপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের সুইচ গেইট ব্রিজের কাছ থেকে চুরি হয়। এ ঘটনায় অটোরিকশা চালক জিল্লুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এস আই জাহাঙ্গীর আলম আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী মাদরাসার সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করে।
আরও পড়ুনএ সময় উপস্থিত লোকজনদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তুহিন বাবুকে গ্রেপ্তার করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘর থেকে ৪টি ব্যাটারি উদ্ধারের পাশাপাশি ঘটনার সাথে জড়িত রাশেদুল ইসলাম রাতুল, শাহরিয়ার রুদ্র ও সোহান (২৫) কে গ্রেপ্তার করে থানা পুলিশ।
ঘটনার সাথে জড়িত তুহিন বাবুর বিরুদ্ধে গত বছর জুলাই মাসের একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন