ভিডিও রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

আখেরি মোনাজাত শেষে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন মুসল্লিরা

আখেরি মোনাজাত শেষে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন মুসল্লিরা, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : আখেরি মোনাজাতের পর বাড়ি ফিরতে শুরু করেছেন বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা। বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে গন্তব্যে পাড়ি দিচ্ছেন তারা। মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তবে লাখো মুসল্লির তুলনায় অপ্রতুল যানবাহন থাকায় অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনসহ বিভিন্ন যানবাহনে রওনা দিয়েছেন।

ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে সাত জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন শনিবার বাতিল করে শুক্রবার করা হয়েছে। বর্ধিত যাত্রী পরিবহনের জন্য বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার এবং লোকাল ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি আন্তনগর ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করছে। আখেরি মোনাজাত শেষে সবােই একযোগে বাগি ফিরতে শুরু করায় নির্ধারিত ট্রেনে দেখা যায় উপচেপড়া ভিড়। নিষেধাজ্ঞার পরেও অনেকে ট্রেনের ছাদ, ইঞ্জিনের সামনের অংশে উঠে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। সকাল ৯টা ৩৫ মিনিটে মোনাজাত শেষে টঙ্গী স্টেশন রোড, টঙ্গী বাজার, চেরাগ আলী, কলেজ গেট, মিলগেট, কামারপাড়া, আব্দুল্লাহপুর, বিমানবন্দর, উত্তরা, দৌড় ব্রিজসহ ইজতেমা ময়দান থেকে বের হওয়ার সব সড়কে ছিল মুসল্লিদের ঢল। এছাড়া সড়কপথে ট্রাক, পিকআপ ও অটোরিকশায় গন্তব্যে যেতে দেখা গেছে মুসল্লিদের। মুসল্লিরা বলছেন, সার্বিক ব্যবস্থাপনা ভালো থাকায় আখেরি মোনাজাতে তেমন ভোগান্তি হয়নি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবস্থার উন্নতি হয়েছে সাবিনা ইয়াসমীনের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা, মেক্সিকো ও চীনের

নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার

আখেরি মোনাজাত চলাকালীন আছড়ে পড়ল ড্রোন, আহত অর্ধশতাধিক

আমাদের কোষাগার এখনও গরিবের টাকায় পূর্ণ হচ্ছে : এনবিআর চেয়ারম্যান

নিজের শরীর নিয়ে যা বললেন তামান্না