ভিডিও রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

জার্মান লিগে কেইনের রেকর্ড

জার্মান লিগে কেইনের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : জার্মান বুন্দেস লিগায় রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার হ্যারি কেইন। তাও আবার সেটা করেছেন মাইলফলকের ম্যাচে। হোলস্টেন কিলের বিপক্ষে ৫০তম ম্যাচ খেলতে নামা ইংল্যান্ড অধিনায়ক জোড়া গোল করে লিগের ইতিহাসে নাম লিখিয়েছেন। প্রথম ৫০ লিগ ম্যাচে তার মতো সর্বোচ্চ গোল নেই আর কারও। তার জোড়ায় হোলস্টেন কিলকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন। তাতে শীর্ষে থাকা দলটির পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৯-এ।

দুই অর্ধে হেড করে জাল কাঁপান কেইন। তাতে ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়া ইংলিশ তারকার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৫৫। লিগের ইতিহাসে প্রথম ৫০ ম্যাচে এত গোল এবারই প্রথম। এই মৌসুমেও আছেন দারুণ ছন্দে। জোড়া গোলে মৌসুমে তার গোল দাঁড়িয়েছে ১৯।

ম্যাচের ১৯তম মিনিটে আসে বায়ার্নের প্রথম গোল। জাল কাঁপান জামাল মুসিয়ালা। যোগ হওয়া সময়ে ৪৫+৫ মিনিটে কেইন স্কোরশিটে নাম তুলেছেন। বিরতির পর ৪৬ মিনিটে জোড়া গোলেরও দেখা পান তিনি। ৫৪ মিনিটে চতুর্থ গোল করেন সার্জ জনাব্রি। অবশ্য চার গোলের অগ্রগামিতার পর ছন্দ হারিয়ে ফেলেছিল তারা। ২৮ মিনিটের ব্যবধানে গোল হজম করেছে ৩টি। তাতে দ্বিতীয়ার্ধে আশার সঞ্চার করে হোলস্টেইন কিল।

আরও পড়ুন

বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানিও সাইড লাইনে থেকে শিষ্যদের নড়বড়ে দ্বিতীয়ার্ধের জন্য ক্ষোভ ঝারতে থাকেন। শেষ পর্যন্ত অবশ্য আর কোনও গোল হতে দেয়নি বায়ার্ন। তাতে তিন পয়েন্ট নিশ্চিত হওয়াতে শিরোপা লড়াইয়ে নিজেদের আরও একটু এগিয়ে নিতে পেরেছে। ২০ ম্যাচে বায়ার্নের সংগ্রহ ৫১ পয়েন্ট। তারা দুইয়ে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেনের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে কৃষকলীগ নেতা আটক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে  রিয়া মানি ট্রান্সফারের ব্যবসায়িক কার্যক্রম শুরু

স্ট্যান্ডার্ড ব্যাংক-এর উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে কম্বল বিতরণ

সিলেটের হাই-টেক পার্ক-এ যাত্রা শুরু র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর ফ্যাক্টরি

বান্দরবানে পিকআপ-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, থাকতে হবে স্নাতক পাস