ভিডিও রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

সিলেটে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত

সিলেটে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত

নিউজ ডেস্ক:  সিলেটের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল নামক স্থানে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। 

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সিলেটের সহকারী পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের গাড়িচালক সোহেল (৪০) , শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)। একজনের পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া বলেন, “হযরত শাহজালাল (রাহ.) এর মাজার জিয়ারতের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে একটি পরিবারের সদস্যরা প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ২৯-৬৮৩০) সিলেট যাচ্ছিলেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের (ঝিনাইদহ-ট ১১-০৮৫৭) সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।” 

আরও পড়ুন

তিনি আরো বলেন, “খবর পেয়ে ওসমানীনগর থানা, শেরপুর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে তাদের সিলেটের ওসমানী হাসপাতালে পাঠানো হয়।”

সিলেটের সহকারী পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান বলেন, “রবিবার সকালের দিকে দুর্ঘটনাটি ঘটে। দুইজন ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতরা হযরত শাহজালাল (রহ.) এর মাজারে যাচ্ছিলেন। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের আগে থেকেই পিঁড়িতে চুল কাটছেন মোহাসিন নাপিত

বগুড়ায় হৃদয় হত্যা মামলার মূল আসামি রবিন কারাগারে

নওগাঁর পোরশায় চার বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ, দুর্ভোগে স্থানীয়রা

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পুষ্পার্ঘ্য নিতে প্রস্তুত বগুড়ার কেন্দ্রীয় শহিদ মিনার

রংপুরে মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা মুরাদ খান গ্রেপ্তার