ভিডিও সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

জয়পুরহাটের কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

জয়পুরহাটের কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত। ছবি : দৈনিক করতোয়া

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই এনামুল হক (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরশহরের ঠুশিগাড়ী (ব্র্যাক অফিস) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও সহাকারি পালিয়ে গেছে। নিহত ট্রাক চালক এনামুল হক জয়পুরহাট শহরের একাডেমি নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, ঘন কুয়াশার মধ্যে সকল যানবাহন হেড লাইট জ্বালিয়ে মহাসড়কে চলাচল করছে। সকাল সাড়ে ৯টার দিকে ঠুশিগাড়ি এলাকায় ব্র্যাক অফিসের সামনে বালু ও সিমেন্ট বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকের ক্যাবিন দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন

বালু বোঝাই ট্রাকের চালক ও সহকারি পালিয়ে গেলেও সিমেন্ট বোঝাই ট্রাকের চালক স্টিয়ারিং এর সাথে আটকে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে ক্যাবিন কেটে নিহত চালককে বের করেন। ওসি জাহিদ হোসেন বলেন, নিহতের পরিবারের লোকজন থানায় এলে লাশ হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে অপর ট্রাকের চালক ও সহকারিকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার ১১ ঘণ্টা অবরোধের ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার গাবতলীতে আ.লীগ ও যুবলীগের ২ জন গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ায় বিষ দিয়ে প্রবাসীর পুকুরের মাছ নিধনের অভিযোগ, প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি

বগুড়ার দুপচাঁচিয়ার নার্সারী করে স্বাবলম্বী বেলাল

সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল বাসস্ট্যান্ডে দোকানে আগুন