ভিডিও সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

পুষ্পার্ঘ্য নিতে প্রস্তুত বগুড়ার কেন্দ্রীয় শহিদ মিনার

পুষ্পার্ঘ্য নিতে প্রস্তুত বগুড়ার কেন্দ্রীয় শহিদ মিনার। ছবি : শফিকুল ইসলাম শফিক

শাওন রহমান : জোর গতিতে চলছে বগুড়ার শহীদ খোকন পার্কস্থ শহিদ মিনার নির্মাণ কাজ। গত বছরের ২৮ এপ্রিল আগের শহিদ মিনার অপসারণ করে এখানে কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে নতুন করে নির্মাণ কাজ শুরু হয়। নানা চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে আসছে মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবসে পুষ্পার্ঘ্য নিতে প্রস্তুত হচ্ছে কাঙ্খিত শহিদ মিনারটি।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, শহিদ মিনারটির সম্পূর্ণ অবয়ব নির্মাণ শেষ। চলছে শেষ মুহূর্তের রঙের কাজ। আজ রোববার (২ ফেব্রুয়ারি) রঙের কাজ শেষ করেছেন নির্মাণ শ্রমিকরা। এখন চলছে শহিদ মিনারের সিঁড়ি ও পার্কিংয়ের টাইলস লাগানোর কাজ। নির্ধারিত সময়ের মধ্যেই শহিদ মিনারটি জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে জোরেশোরেই চলছে কাজ।

৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য শহিদ মিনারটির প্রকল্প মেয়াদ গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত থাকলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর এবং সর্বশেষ ৫ ফেব্রুয়ারি করা হয়েছে। জানা গেছে, স্বাধীনতার পর শহরের শহীদ খোকন পার্কে ইটের গাঁথুনি দিয়ে সামান্য উঁচু করে অস্থায়ী শহিদ মিনার নির্মাণ করা হয়।

১৯৭৮ সালে বগুড়ার কারুশিল্পীর প্রতিষ্ঠাতো প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আমিনুল করিম দুলালের নকশায় শহীদ খোকন পার্কের উত্তর-পূর্ব কোণে কেন্দ্রীয় শহিদ মিনারটি নির্মাণ করা হয়। বগুড়াবাসীর সহায়তায় এক নতুন নকশার শহিদ মিনার নির্মাণ করেন তিনি।

আরও পড়ুন

২০০৫ সালে বগুড়া শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সেখানে এক নতুন শহিদ মিনার স্থাপন করা হয়। নানা কারণে তা ভেঙে ৫০ লাখ টাকা বরাদ্দ সাপেক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে নতুন শহিদ মিনার নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজটি তত্ত্বাবধানে রয়েছে বগুড়া জেলা পরিষদ।

শহিদ মিনার নির্মাণ উপ-ঠিকাদার আব্দুল আজিজ জানান, শহিদ মিনার নির্মাণ কাজ প্রায় শেষ। অবশিষ্ট আছে মিনারের সিঁড়ি ও পার্কিংয়ের টাইলস লাগানোর কাজ। আগামী ৮/১০ দিনের মধ্যে এই কাজ শেষ হবে। আর সেই হিসেব করেই জোরেশোরে চলছে কাজ। বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ করতোয়া’কে বলেন, বগুড়ার কেন্দ্রীয় শহিদ নির্মাণ কাজ একবারে শেষ পর্যায়ে।

আগামী ৫ ফেব্রুয়ারি ঠিকাদারের কাছ থেকে সম্পূর্ণ কাজ বুঝে নেওয়া হবে। মহান একুশে ফেব্রুয়ারিতে বগুড়াবাসী তাদের কাঙ্খিত শহিদ মিনারে প্রথমবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার ১১ ঘণ্টা অবরোধের ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার গাবতলীতে আ.লীগ ও যুবলীগের ২ জন গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ায় বিষ দিয়ে প্রবাসীর পুকুরের মাছ নিধনের অভিযোগ, প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি

বগুড়ার দুপচাঁচিয়ার নার্সারী করে স্বাবলম্বী বেলাল

সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল বাসস্ট্যান্ডে দোকানে আগুন