ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বিসিবির তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন 

বিসিবির তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন , ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কে জড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ করে চলমান বিপিএলে একাধিক ম্যাচে গুঞ্জন উঠেছে স্পট ফিক্সিং নিয়ে। যা নিয়ে বেশ নড়েচড়েই বসেছে বিসিবি। ফিক্সিং নিয়ে তদন্ত করার জন্য এরইমাঝে কাজ করছে বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট (আকু)। এবারে তাদের সহযোগী হিসেবে এক স্বাধীন তদন্ত কমিটির ঘোষণা দিয়েছে বিসিবি। তিন সদস্যের এই কমিটিতে আছেন একজন সাবেক বিচারপতি, এক সাবেক ক্রিকেটার এবং একজন আন্তর্জাতিক আইনজীবি। তারা নিজস্ব মতামতের মাধ্যমে বোর্ড এবং আকু-কে সহায়তা করবে। 

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো এক প্রেস রিলিজে এই স্বাধীন তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে, যা বোর্ড এবং বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিট (অঈট)-কে নৈতিক বিষয়াদি ও তদন্তে সহায়তা করবে। তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক হিসেবে আছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দার। কমিটির অন্য দুই সদস্য হলেন সাবেক ক্রিকেটার শাকিল কাসেম এবং আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ. চৌধুরী।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েট’র আট শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

শ্রম আইনে খুব শিগগিরই পরিবর্তন দেখতে পাবেন : প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সবাই খালাস

বিজিবির বাধায় কলারোয়া সীমান্তে বিএসএফের কাঁটাতার নির্মাণ বন্ধ

লিফলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব গ্রেপ্তার

পরীমণি নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বললেন