ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ, আটক ২

‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ, আটক ২

শোরের কেশবপুর উপজেলায় ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণের সময় দুজনকে আটক করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা সুজন হোসেন (২৩) এবং আলী হোসেন (৪২)।

পুলিশের উপস্থিতি টের পেয়ে, আরও কয়েকজন পালিয়ে যান বলে ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান জানিয়েছেন। 

আরও পড়ুন

তিনি জানান, মঙ্গলবার রাতে ৮-১০ জন বাঁশবাড়িয়া বাজারে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ করছিলেন। এ খবর জানতে পেরে, চিংড়া বাজার ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে সুজন ও আলীকে আটক করে। 

কামরুজ্জামান জানান, আটকের পরপরই দুজন ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়ে ওঠেন। আটকদের দ্রুত পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে পাকাকরণের জন্য খুঁড়ে রাখা সড়কে দুর্ভোগ পাঁচ গ্রামের মানুষের

নির্দিষ্ট কয়েকজন ফুটবলার থাকলে কোচিং করাবো না; বাটলার

রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা হাসনাতের

বগুড়ায় ভাই-বোনসহ তিন কারবারি গ্রেফতার, ৯৩ বোতল ফেন্সিডিল

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর চালাচ্ছেন ছাত্র-জনতা

নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব ছাড়লেন তিলকারত্নে