নরসিংদীতে লটকন বাগানে পড়ে ছিল প্রায় ১০০ কেজি গাঁজা
![](https://dailykaratoa.com/public/images/2025-02/Narsigndhi-news_original_1738764053.jpg)
নরসিংদীর শিবপুরের একটি লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সৃষ্টিগড় এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. কামরুজ্জামান।
গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চলছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় অভিযান চালায় গোয়েন্দা শাখার একটি দল। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবপুর থানাধীন নতুন আটাশিয়া সৃষ্টিগড় এলাকার জনৈক মনির হোসেনের একটি লটকন বাগানে পরিত্যক্ত অবস্থায় ৬ টি প্লাস্টিকের বস্তা থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১২ লাখ টাকা।
আরও পড়ুনজেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. কামরুজ্জামান জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এই ঘটনায় কেউ আটক হননি। তবে, কে বা কারা ওই স্থানে এত পরিমাণ গাঁজা কি কারণে রেখেছে সেই বিষয়ে তদন্ত চলছে বলেও জানান।
মন্তব্য করুন