ঠাকুরগাঁওয়ে ব্যাটারীচালিত অটোরিকশার দৌরাত্ম্য, দুর্ভোগে পথচারী ও স্থানীয়রা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বেড়েই চলেছে ব্যাটারীচালিত অটোরিকশার দৌরাত্ম। বেপরোয়া চলাচলের কারণে বেড়েছে ছোট-বড় দুর্ঘটনা। এতে অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। জনগণের এই দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর দাবি পথচারীসহ স্থানীয়দের।
ঠাকুরগাঁও পৌরসভার তথ্য মতে, পৌরসভা এলাকায় প্রতিদিন প্রায় ১০ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে, এরমধ্যে পৌরসভা থেকে প্রায় ২ হাজারের মতো ব্যাটারিচালিত অটোরিকশাকে সড়কে চলাচল করার জন্য ট্রেড লাইসেন্সের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। অবশিষ্ট ৮ হাজার অটোরিকশা অবৈধভাবে চলাচল করে যানজট সৃষ্টি করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক বা মহাসড়কে চলাচলের অনুমতি না থাকলেও ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম বেড়েছে ঠাকুরগাঁও পৌরসভা জুড়ে। এসব যানবাহনের বেপরোয়া চলাচল ও সড়কে যত্রতত্র পার্কিংয়ের কারণে সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
এ কারণে দুর্বিষহ হয়ে উঠেছে নাগরিক জীবন। যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামাসহ ট্রাফিক আইনের ধারণা না থাকা আর সচেতনতার অভাবে প্রায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আর এসব দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে অনেকেরই। তাই এসব যানজট নিরসন করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন পথচারীসহ স্থানীয়রা।
আরও পড়ুনপথচারী নাসরিন আক্তার বলেন, যেখানে সেখানে অটোরিকশাগুলো পার্কিং করা হচ্ছে। এতে করে শহরজুড়ে যানজট বাড়ছে। শান্তিপ্রিয় ঠাকুরগাঁও শহর এখন যানজটের শহরে পরিণত হয়েছে। এসব অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নেই বললেই চলে। অটোরিকশা চালক জয়নাল আবেদিন বলেন, ঠাকুরগাঁও পৌরসভা কর্তৃপক্ষ সড়কে অটোরিকশা চলাচল করার জন্য ট্রেড লাইসেন্স দিয়েছে। আমাদের দাবি পৌর কর্তৃপক্ষ আমাদের একটা স্ট্যান্ড করে দিক। তাহলে আমরা রাস্তায় না দাঁড়িয়ে স্ট্যান্ডে দাঁড়াবো।
ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাহুল আহমেদ বলেন, আমরা সবসময় চেষ্টা করি শহরকে যানজটমুক্ত রাখতে। পৌরসভা সড়কে চলাচল করার জন্য অটোরিকশার ট্রেড লাইসেন্স দিয়েছে। তারপর অসংখ্য অবৈধ অটোরিকশা চলাচল করছে। আমরা চাই পৌরসভা কর্তৃপক্ষ এসব অটোরিকশার জন্য যাত্রী ছাউনি ও স্ট্যান্ড করে দিক। তাহলে যানজট মুক্ত করা সম্ভব।
ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন বলেন, যানজট নিরসনের জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। সেই সাথে অনুমোদন দেওয়া অটোরিকশার জন্য আমরা স্ট্যান্ড করার ব্যবস্থা গ্রহণ করেছি। আর যেসব অটোরিকশার অনুমোদন নেই সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন