ভিডিও বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

চলচ্চিত্র নির্মাণ করে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানীত করার ইচ্ছে শিমুলের

শিমুল খান

অভি মঈনুদ্দীন ঃ মিডিয়ায় তার পথচলা সেই ২০০৬ সালে। ১৯ বছর আগে একজন র‌্যাম্প মডেল হিসেবে মিডিয়াতে তার যাত্রা শুরু। এরপর ২০০৯ সাল থেকে টিভি নাটকে অভিনয় শুরু করেন তিনি। তার অভিনীত প্রথম নাটক ছিলো নোমান রবিন নির্দেশিত একটি নাটক।

প্রায় ৭০টি খণ্ড ও ধারাবাহিক নাটকে অভিনয় করেন তিনি। একসময় সিনেমায় অভিনয় শুরু করেন। একজন খলঅভিনেতা হিসেবেই সিনেমাতে প্রথম অভিনয় করেন। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘দেহরক্ষী’ ছিলো তার প্রথম সিনেমা। খলঅভিনেতা হিসেবেই দর্শকের কাছ থেকে সাড়া পেতে শুরু করলেন। তিনি শিমুল খান। যেখানেই দাঁড়ান উচ্চতার কারণে তিনি সবার থেকে সহজেই আলাদা হয়ে যান।

এখন পর্যন্ত শিমুল খান ৬০টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। যারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘কার্তুজ’, ‘মুসাফির’, ‘দেশা দ্য লিডার’,‘ দহন’,‘ স্বপ্নের ঘর’,‘ ছিটমহল’,‘ কিছু আশা কিছু ভালোবাসা’, ‘হিরো ৪২০’, ‘ওয়ার্নিং’,‘ মোস্টওয়েলকাম টু’ ইত্যাদি। শিমুল জানান, এইচআর হাবিব পরিচালিত ‘ছিটমহল’ সিনেমাটিতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। এতে তার স্ত্রীর ভূমিকায় ছিলেন মৌসুমী হামিদ ও বোনোর ভূমিকায় ছিলেন জান্নাতুল ফেরদৌস পিয়া। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্কওয়ার্ল্ড’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গীপাড়ার দুঃসাহসী খোকা’। শিমুলের স্বপ্ন ছিলো সিনেমা নির্মাণের। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে তিনি তার পরিচালনায় প্রথম সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। অভিনয় নিয়েও রয়েছে তার স্বপ্ন।

আরও পড়ুন

শিমুল খান বলেন,‘ ভীষণ ইচ্ছে ছিলো সিনেমা নির্মাণের। অবশেষে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। আগামী ২২ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে বিস্তারিত জানাবো। আপাতত সারপ্রাইজ থাকুক। আর এটা ভীষণ সত্যি যে আমি অভিনয় দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে আরো পরিচিত করে তুলতে চাই। আমার বিশ্বাস আমি তা একদিন না একদিন পারবোই।’ রাজবাড়ির পাংশার ছেলে শিমুল খান পড়াশুনা করেছেন ফ্যাশন ডিজাইনিং-এ। তার বাবা প্রয়াত আব্দুল আলিম খান ও মা শিউলী খান। নয় ভাই বোনের মধ্যে দু’জন মারা গেছেন। তার স্ত্রী নূরজাহান বেগম সুস্মিতা। তার একমাত্র কন্যা অথবা শেখ অ্যালিনা খান। শিমুল খানের জন্ম ১৯৮৫ সালের ২০ অক্টোবর। মুক্তির অপেক্ষায় রয়েছে শিমুল অভিনীত জাহিদ জুয়েলের ‘পিনিক’, এ আর প্রিন্সের ‘ইব্রাহীম’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমাগুলো। এই সিনেমাগুলো নিয়েই তিনি ভীষণ প্রত্যাশী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রাইভেটকার দুর্ঘটনায় সারজিস আলম আহত

দিনাজপুরের হিলিতে ৫ আগস্ট দুই শিক্ষার্থী নিহতের ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

শেষ ওভারের নাটকীয়তায় ফাইনালে চিটাগং

মাদকের বিরুদ্ধে লড়াই চলছেই

কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমাণ অভিযানে ইটভাটা বন্ধ ঘোষণা