বদলে গেলে বিপিএল ফাইনালের সময়

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ফাইনালের সময় পরিবর্তন করা হয়েছে। আজ (৭ ফেব্রুয়ারি, ২০২৫) ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সূচি অনুযায়ী মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি আজ সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ছিল। তবে ম্যাচের সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার বিসিবি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে বিপিএল ফাইনাল।
আরও পড়ুন
বরিশালের নেতৃত্বে আছেন তামিম ইকবাল আর চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিথুন। বরিশাল নামছে শিরোপা ধরে রাখার মিশনে। অন্যদিকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেয়ার অপেক্ষায় চিটাগাং। বন্দরনগরীর দলটি ২০১৩ সালের রানার্সাপ ছিল।
মন্তব্য করুন