ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

ভরপুর ভালোবাসা পেলেন কোনাল, সম্মানায় ভূষিত বাবুল

ভরপুর ভালোবাসা পেলেন কোনাল, সম্মানায় ভূষিত বাবুল

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কোনাল এবারই প্রথম ময়মনসিংহের হালুয়াঘাটে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় হালুয়াঘাট সাধারণ পাঠাগার-এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বের শেষে সঙ্গীত পরিবেশন করেন ‘প্রিয়তমা’খ্যাত এই সঙ্গীত শিল্পী।

অনুষ্ঠানে কোনালের উপস্থিতিই ছিলো যেন মূল আকর্ষন। কারণ সাম্প্রতিক সময়ে ‘প্রিয়তমা’ ও ‘মেঘের নৌকা তুমি’ এই দুটি গান গেয়ে বিশেষত ধারাবাহিকভাবে আলোচনায় রয়েছেন তিনি। হালুয়াঘাট সাধারণ পাঠাগার কর্তৃক প্রতিষ্ঠিত সরগম সঙ্গীত বিদ্যালয়ের সঙ্গীতশিল্পী ও ঢাকার মিরপুর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যাণ্ড কলেজের সঙ্গীত বিভাগের শিক্ষক বাবুল হোসাইন সঙ্গীত পরিবেশন করেন। হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বাবুল হোসাইনের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্জ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অভিষেক অনুষ্ঠান ও প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মঞ্চে উঠেন কোনাল। নিজের জনপ্রিয় মৌলিক গানগুলো দিয়েই কোনাল গানে গানে মুগ্ধতা ছড়িয়ে দেন আগত শ্রোতা দর্শকের মাঝে।

কোনাল বলেন,‘ হালুয়াঘাটের দর্শক শ্রোতাদের কাছ থেকে গান গেয়ে ভরপুর ভালোবাসা পেলাম। এই ডিজিটাল যুগে যখন আমরা বই পড়া ভুলেই গিয়েছি প্রায়, সেখানে পাঠাগারকে কেন্দ্র করে এতো বড় চমৎকার আয়োজন আমাকে আপ্লুত করেছে। আমি এই পাঠাগারে আমার পক্ষ থেকে কিছু বই পাঠানোর ইচ্ছে পোষণ করেছি। উপস্থিত দর্শক আমার এই ঘোষনায় ভীষণ খুশীও হয়েছেন। এই আয়োজনের প্রধান অতিথি আমার গান ভীষণ ভালোবাসেন। আমাকে ফলো করেন সেই সেরাকন্ঠ’র প্রতিযোগিতার সময়কাল থেকেই। তিনি নাকী আমাকে সেই সময় ভোটও দিয়েছেন। তার মতো একজন সংস্কৃতিমনা মানুষ আমাকে তার এলাকায় নিমন্ত্রণ জানিয়েছেন, তাতে আমি খুউব আনন্দিত।’

আরও পড়ুন

নিজ এলাকায় সম্মাননা’প্রাপ্তি প্রসঙ্গে বাবুল হোসাইন বলেন,‘ হালুয়াঘাটেই ওস্তাদ হাতেম আলীর কাছে আমার গানে হাতেখড়ি। এই পাঠাগারের প্রাক্তন ছাত্র ও বিটিভির নজরুল সঙ্গীত, আধুনিক গান এবং সঙ্গীতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক, রাষ্ট্রপতি স্বর্ণপদক পাওয়ায় আমাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। আমি কৃতজ্ঞ আমার এলাকাবাসীর কাছে, আমার মা বাবার কাছে, আমার সকল শিক্ষা প্রতিষ্ঠান-শিক্ষকদের কাছে, আমার স্ত্রী’র কাছে এবং সর্বোপরি আমার ওস্তাদ হাতেম আলী স্যার’সহ নব-নির্বাচিত কার্যকরী পরিষেদের সম্মানীত সকল সদস্যদের প্রতি। কোনাল আপুকে বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গীত পিপাসুদের গানে গানে মুগ্ধ করে যাবার জন্য।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার