ভিডিও শনিবার, ১৫ মার্চ ২০২৫

কুমিল্লায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ ১

কুমিল্লায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ ১

নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্সে  পিস্তল ঠেকিয়ে জিম্মি করে স্বর্ণের দোকানে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে মোশারফ হোসেন নামে এক দোকানদার গুলিবিদ্ধ হয়েছেন। 


শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্বর্ণের দোকানের মালিক রবীন্দ্র দত্ত। 

এদিকে, ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় কায়সার নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। কায়সার ঢাকার দক্ষিণখান এলাকার আবুল বাশারের ছেলে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন বলেন, “এক ডাকাতকে আটক করা হয়েছে। অপর ডাকাতদের গ্রেপ্তার ও লুট হওয়া স্বর্ণ উদ্ধারে কাজ চলছে।”

আরও পড়ুন


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে ৭ থেকে ৮ জন ক্রেতা সেজে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করেন। তারা দোকানিকে ক্রয়ের কথা বলে সব স্বর্ণালঙ্কার বের করতে বলেন। একপর্যায়ে দোকানি ও কর্মচারীদের অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পাশের দোকানদার মোশারফ হোসেন বিষয়টি টের পান। এ সময় অন্যদের নিয়ে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা চালান তিনি। এ সময় ডাকাতরা গুলি ছুঁড়লে মোশারফ হোসেন গুরুতর আহত হন।


পরে বাজারের লোকজনের ধাওয়া দিয়ে এক ডাকাতকে আটক করে। বাকিরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। গুলিতে আহত মোশারফ চৌদ্দগ্রাম উপজেলার যশপুর গ্রামের বাসিন্দা। তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আশ্রায়ন প্রকল্পের দুই শিশু ধর্ষণের শিকার

শাহবাগে জড়ো হয়েছে ইনকিলাব মঞ্চ

ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব

ভয়ংকর রূপে ফিরছেন নাসিরুদ্দিন খান!

আছিয়ার পরিবারকে ‘পাকা ঘর’ করে দেওয়ার আশ্বাস জামায়াত আমিরের

দুপুরে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি