বিপিএল শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : বিপিএল শেষে টাইগার ক্রিকেটারা ফিরেছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি’র জাতীয় দলের অনুশীলনে। যদিও স্কোয়াডের সব সদস্য প্রথম দিনের অনুশীলনে ছিলেন না। তবে হাজির ছিলেন সব কোচরা। প্রধান কোচ ফিল সিমন্স, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ছাড়াও ছিলেন স্পিন কোচ মুশতাক আহমেদও, যার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল দুবাইয়ে। সবাই এ দিন হাজির হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন ক্যাম্পে। চলতি মাসেই ১৯ তারিখ থেকে পাকিস্তান ও দুবাইয়ে বসবে চ্যাম্পিয়নস ট্রফি। বাংলাদেশ প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। বিপিএল চলমান থাকায় এতোদিন এই টুর্নামেন্টের জন্য দলীয় অনুশীলন শুরু করাটা সম্ভব হয়নি। যদিও এই সময় কয়েক জন খেলোয়াড় নিজেদের ব্যক্তিগত উদ্যোগে কোচদের সঙ্গে কাজ করেছে।
তবে আনুষ্ঠানিকভাবে শনিবার থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির পাঁচ দিনের ক্যাম্প। স্বাভাবিক ভাবেই প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন না সদ্য শেষ হওয়া বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে থাকা টাইগার অধিনায়ক নাজমুল হোসন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন। এছাড়া বিশ্রামে রয়েছেন পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদসহ আরও কয়েকজন ক্রিকেটার। ধারণা করা হচ্ছে-আজ এবং আগামীকালের মধ্যে অনেকেই যোগ দিবেন অনুশীলনে। অন্যদিকে প্রথম দিন অনুশীলন করেছেন তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার।
আরও পড়ুনটাইগারদের এই অনুশীলন ক্যাম্প চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে দুই দিন রাখা হয়েছে ফ্ল্যাড লাইটের আলোয় অনুশীলন। এরপর সব ঠিক থাকলে আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের দেশ ছাড়ার কথা রয়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচ দুবাইয়ে ভারতের বিপক্ষে। তার আগে সেখানে প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে শান্তদের।
মন্তব্য করুন