ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

বগুড়ার ধুনটে প্রধান শিক্ষকের কার্যালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তালা

বগুড়ার ধুনটে প্রধান শিক্ষকের কার্যালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তালা। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বঞ্চিত বিএনপি নেতার পক্ষের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কার্যালয়ে তারা তালা লাগায়। এ সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সকাল সাড়ে ১০টায় প্রধান শিক্ষকের কার্যালয়ের তালা খোলার ব্যবস্থা করে। পরে এ ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে সমঝোতার বৈঠক চলছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের জন্য ৯ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে তিন জনের নাম প্রস্তাব করেন প্রধান শিক্ষক। এরমধ্যে এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, এলাঙ্গী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন ও ইউনিয়ন জামায়াতের নেতা আইউব আলী রয়েছেন।

এ অবস্থায় ২৬ জানুয়ারি জেলা প্রশাসকের সই করা একটি পত্রে এলাঙ্গী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিনকে ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনিত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি নেতা নাজমুল হক ও তার সমর্থকরা। একপর্যায়ে আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে নাজমুল হকের পক্ষে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

আরও পড়ুন

এ বিষয়ে বিএনপি নেতা নাজমুল হক বলেন, এলাকার শিক্ষানুরাগী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মিলে সিদ্ধান্ত নিয়ে সভাপতি পদের জন্য প্রধান শিক্ষক আমার নাম প্রস্তাব করেন। পরবর্তীতে কৌশলে আমার নাম বাদ দিয়ে আব্দুল মমিনকে সভাপতি মনোনিত করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, বিদ্যালয়ের সভাপতি পদে নাজমুল হকের নাম এক নম্বরে রেখে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু জেলা প্রশাসনের কার্যালয় থেকে এক নম্বরে আব্দুল মমিনের নাম মনোনিত করা হয়েছে। তবে এখানে আমার কোন হাত ছিল না।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তালা খোলার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার একই ফ্লাইটে কক্সবাজার যাচ্ছেন ড. ইউনূস ও গুতেরেস

ধর্ষণ-নিপীড়নের বিচার দাবিতে ঢাবিতে মশাল মিছিল

বিশ্ব বাজারে সোনার দাম বেড়ে ফের রেকর্ড সর্বোচ্চ

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই

বগুড়ার কাহালুতে একই রাতে আটটি দোকানের ১২ লাখ টাকার মালামাল লুট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার