স্ত্রীসহ কারাগারে সাবেক এমপি চয়ন ইসলাম

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গ্রেফতার হওয়া সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম (৬৩) ও তার স্ত্রী জোছনা খানমের জামিন নামঞ্জুর করে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী এই আদেশ দেন। এর আগে শাহজাদপুর থানায় দায়ের করা বাড়িঘর ভাঙচুর ও বিস্ফোরক আইনে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে সকাল ৯ টায় পুলিশ ও র্যাবের কড়া প্রহরায় চয়ন ইসলাম ও তার স্ত্রীকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় তাদের জামিনের আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের সিএসআই আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত ১২ টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের একটি বহুতল ভবনের চারতলা থেকে সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রী জোছনা খানমকে গ্রেফতার করে। চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী প্রায় দুই মাস ধরে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।
আরও পড়ুনএদিকে গতকাল সোমবার রাত ১০ টার দিকে কড়া পুলিশ প্রহরায় গ্রেফতারকৃত চয়ন ইসলাম ও তার স্ত্রী জোছনা খানমকে শাহজাদপুর থানায় আনা হয়। থানার অফিসার ইনচার্জ আছলাম আলি জানান, ২০১৮ সালে সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ড. এম এ মুহিতের পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লার ও উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়িঘর ভাঙচুর ও বিস্ফোরক আইনে বাদশা মিয়া ও আব্দুল হামিদ বাদি হয়ে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। ওই দুই মামলায় চয়ন ইসলামকে আসামি করা হয়। তিনি জানান, দায়ের করা দুই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, চয়ন ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি উপজেলার চরনবীপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত ড. মযহারুল ইসলামের ছেলে।
মন্তব্য করুন